1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেমস বন্ড এখন দুবাই এ

Sanjiv Burman১৮ জানুয়ারি ২০১১

ব্রিটিশ স্পাই গোয়েন্দা জেমস বন্ড তাঁর পরবর্তী অভিযান চালাচ্ছেন পারস্য উপসাগরীয় এলাকায়৷ বিশ্বখ্যাত গোয়েন্দা চরিত্র জেমস বন্ড নিয়ে বের হচ্ছে নতুন উপন্যাস৷ আর সেই উপন্যাসে জেমস বন্ড’কে দেখা যাবে দুবাই এ৷

https://p.dw.com/p/zz5J
জেমস বন্ডের ভূমিকায় ড্যানিয়েল ক্রেইগছবি: 2006 Sony Pictures

‘ডাবল ও সেভেন'৷ কাল্পনিক চরিত্র জেমস বন্ডের কোড নাম৷ বন্ড কে নিয়ে নতুন উপন্যাসের নাম ‘কার্ত ব্লঁশ'৷ লেখক জেফরি ডিভার বলছেন, নতুন বই লেখার সময় তাঁর মনে হয়েছে পারস্য উপসাগরীয় শহর দুবাই হতে পারে ০০৭'এর রোমাঞ্চকর নতুন কোন যাত্রার প্রেক্ষাপট৷

James Bond und Jinx
জেমস বন্ড মানেই সঙ্গে থাকবে লাস্যময়ী নারীছবি: Presse

জেমস বন্ড'কে নিয়ে লেখা দুই ডজনেরও বেশি উপন্যাসের প্রকাশক জেফরি ডিভার৷ সোমবার সাংবাদিকদের তিনি বলেন, দুবাই এর বিচিত্র দালান-কোঠা এবং মরুভূমি তাঁকে মুগ্ধ করেছে৷ কিন্তু আগামী মে মাসে যে উপন্যাসটি বের হচ্ছে সেই উপন্যাস সম্পর্কে এখুনি কোনো কথা বলতে নারাজ ডিভার৷

১৯৫৩ সালে আয়ান ফ্লেমিং সৃষ্টি করেন গোয়েন্দা চরিত্র জেমস বন্ড৷ ফ্লেমিং এই চরিত্রটি নিয়ে বারোটি উপন্যাস এবং দু'টি ছোটো গল্প লেখেন৷ কেবল উপন্যাস নয়৷ জেমস বন্ড চরিত্র নিয়ে তৈরি হয় ইংরেজি সিনেমা৷ ১৯৬৪ সালে মারা যান ফ্লেমিং৷ কিন্তু থেমে যায়নি জেমস বন্ড৷ বেশ কয়েকজন লেখকের হাতে বেঁচে থেকেছে এই চরিত্রটি৷

এই প্রথমবারের মতো দুবাই এর প্রেক্ষাপটে জেমস বন্ডের চরিত্রটি রূপায়ণ করা হয়েছে৷ তবে এটাই প্রথম নয়, ‘মিশন ইম্পসিবল' সিরিজের সর্বশেষ ছবিরও অংশবিশেষ তোলা হয়েছে দুবাই-এ৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন