1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেরুসালেমে ‘ট্রাম্প স্টেশন'?

২৮ ডিসেম্বর ২০১৭

জেরুসালেমের প্রাচীন অংশে অবস্থিত ইহুদিদের ‘ওয়েলিং ওয়াল' বা মুসলিমদের আল-বুরাক প্রাকারের কাছে একটি পরিকল্পিত মেট্রো স্টেশনের নাম নাকি রাখা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে৷

https://p.dw.com/p/2q2jN
জেরুসালেমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ছবি: Getty Images/AFP/R. Zvulun

ইসরায়েলের পরিবহণ মন্ত্রী ইস্রায়েল কাটৎস বলেছেন, তিনি এই পন্থায় ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চান, কেননা ট্রাম্প জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন৷

জেরুসালেমের পুরনো শহরে নীচে একটি পাতাল রেলের পরিকল্পনা কাটৎসের মস্তিষ্কপ্রসূত৷ এই পাতাল রেল পূর্ব জেরুসালেমের তলা দিয়ে ওয়েস্টার্ন ওয়াল অবধি যাবে ও তার টার্মিনাস হবে ঐ ‘ট্রাম্প স্টেশন' – বুধবার কাট্জ তাঁর এই প্রস্তাব ঘোষণা করেন৷

কাটৎস একটি বিবৃতিতে বলেন: ‘‘আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে ওয়েস্টার্ন ওয়াল স্টেশনটির নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছি, (এর কারণ তাঁর) জেরুসালেমকে ইহুদি জনগণ ও ইসরায়েল রাষ্ট্রের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবার সাহসী ও ঐতিহাসিক সিদ্ধান্ত৷''

ট্রাম্প ইসরায়েল-ফিলিস্তিনি বিরোধে বহু বছরের মার্কিন নীতি পালটে দিয়ে এ মাসের সূচনায় জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন – ফলে বিশ্বব্যাপী প্রতিবাদ ও সমালোচনার অবতারণা ঘটে৷ এ যাবৎ যুক্তরাষ্ট্র তথা বিশ্বের অধিকাংশ দেশের অবস্থান ছিল এই যে, ভবিষ্যৎ শান্তি আলাপ-আলোচনার অঙ্গ হিসেবে জেরুসালেমের ভবিষ্যৎ নির্ধারিত হবে৷ ট্রাম্প সেই অবস্থানকে বিপন্ন করছেন, বলে প্রায় সব বিশ্বশক্তির তরফ থেকে অভিযোগ ওঠে৷

বিরোধ শুধু পূর্বজেরুসালেমকে নিয়েই নয়৷ টেম্পল মাউন্টে ইহুদিদের প্রবেশ নিয়ন্ত্রিত হওয়ায়, ‘ওয়েস্টার্ন ওয়াল' বা ‘ওয়েলিং ওয়াল' হলো ইহুদিদের প্রার্থনা করার পবিত্রতম স্থান৷ অপরদিকে টেম্পল মাউন্ট বা মুসলিমদের হরম-এশ-শরিফ ও তার আল-আকসা মসজিদ মুসলিমদের কাছে অনুরূপ পবিত্র৷

পরিকল্পনা অনুযায়ী কাটৎসের পাতাল রেল চার্চ অফ দ্য হোলি সেপালচার, যেখানে যিশুখ্রিষ্টকে সমাধিস্থ করা হয়েছিল বলে কথিত আছে, সেই গির্জার কাছ দিয়েও যাবে৷

বিভাজন ও নিন্দা

নামকরণের কথা পরে, কিন্তু জেরুসালেমের পাতাল রেল যদি তৈরি হয়, তবে তা ট্রাম্পের স্বীকৃতির মতোই নতুন করে নিন্দা ও বিভাজনের সৃষ্টি করবে৷ ফিলিস্তিন মুক্তি সংগঠন পিএলও-র কার্যনির্বাহী পরিষদের সদস্য ওয়াসেল আবু ইউসুফ ‘‘ইসরায়েলের চরমপন্থি সরকারের'' বিরুদ্ধে ‘‘জেরুসালেম শহরে নতুন পরিস্থিতি সৃষ্টির আপ্রাণ প্রচেষ্টার'' অভিযোগ করেছেন৷

পাতাল রেল প্রকল্পের জন্য জেরুসালেমের পুরনো শহরের নীচে সুড়ঙ্গ খোঁড়ার প্রয়োজন পড়বে, অতীতে ফিলিস্তিনি ও ইসরায়েলি, উভয় তরফের কর্মকর্তারাই যার সোচ্চার বিরোধিতা করেছেন৷ গতবছর ওয়েস্টার্ন ওয়ালের ইতিমধ্যেই খুঁড়ে বার করা একটি অংশকে ইহুদি মহিলা ও পুরুষদের একত্রে প্রার্থনার এলাকায় পরিণত করার পরিকল্পনা স্থগিত রাখতে হয়, কেননা ইসরায়েলি প্রত্নতত্ত্ববিদরা সুপ্রাচীন শহরটির অপূরণীয় ক্ষতি হওয়ার বিপদ সম্পর্কে সাবধান করে দেন৷

পরিবহণ মন্ত্রীর সমর্থন সত্ত্বেও, ‘ট্রাম্প স্টেশন' সুদ্ধ কোনো চূড়ান্ত পাতাল রেলকে বিভিন্ন সরকারি যোজনা পরিষদের অনুমোদন পেতে হবে – সেই সঙ্গে প্রায় ৭০ কোটি ডলার অতিরিক্ত অর্থের প্রয়োজন পড়বে৷ কবে এই প্রকল্প সবুজ সংকেত পাবে, ইসরায়েলি পরিবহণ মন্ত্রণালয়ের এক মুখপাত্র তার কোনো নির্ধিষ্ট তারিখ দিতে অস্বীকার করেন৷

এসি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)

প্রতিবেদনটি নিয়ে কিছু বলার থাকলে লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান