1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জোটের কলেবর বাড়াতে তৎপর আওয়ামী লীগ

সমীর কুমার দে ঢাকা
২৭ জুলাই ২০১৮

জোটের কলেবর বাড়াতে তৎপরতা শুরু করেছে আওয়ামী লীগ৷ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে যুক্ত করতে প্রগতিশীল-গণতান্ত্রিক ধারার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আওয়ামী লীগ নেতারা আলোচনা শুরু করেছেন৷

https://p.dw.com/p/32CrJ
ফাইল ছবি
ফাইল ছবিছবি: picture-alliance/AP Photo

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার সিপিবি অফিসে গিয়ে দলটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক করেছেন৷ এরপর সচিবালয়ে বৈঠক করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী ও ব্যারিস্টার নাজমুল হুদার সঙ্গে৷ এছাড়া তিনি কয়েকটি বাম রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন৷

সাধারণ সম্পাদকের এই তৎপরতা নিয়ে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র মাহবুব-উল-আলম হানিফ৷ তিনি বলেন, ‘‘নির্বাচন এলে জোট ভাঙা গড়া শুরু হয়৷ এটাও তেমনি একটা তৎপরতা৷ অনেকেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটে আসতে চায়৷ তাদের সঙ্গে কথা হচ্ছে৷ এগুলো খুবই স্বাভাবিক প্রক্রিয়া৷''

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের কলেবর বাড়ার সম্ভাবনাই বেশি বলে মনে করেন তিনি৷ এছাড়া ডিসেম্বরে জাতীয় নির্বাচনে কারা কীভাবে অংশ নেবে তা নিয়েও আলোচনা হচ্ছে বলে জানান হানিফ৷ সামনের দিনে এই আলোচনা আরো বাড়বে বলে মনে করেন তিনি৷

‘অনেকেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটে আসতে চায়, তাদের সঙ্গে কথা হচ্ছে’

জোট-মহাজোটের বাইরের বামপন্থি দলগুলোকে নির্বাচনের মাঠে পাশে পেতে তৎপরতা চালাচ্ছেন আওয়ামী লীগের নীতিনির্ধারকরা৷ জোটে না এলেও অন্তত আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতেই এমন তৎপরতা চলছে৷

তবে বাম দলগুলো আওয়ামী লীগ-বিএনপির নেতৃত্বাধীন জোট-মহাজোটের বাইরে ‘বাম গণতান্ত্রিক বিকল্প' জোট গঠনের আকাঙ্খার কথা জানিয়েছে৷

তাছাড়া নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে এখনই তাঁরা চূড়ান্ত কিছু বলতে চাইছেন না৷ বিষয়টি নির্বাচনকালীন পরিস্থিতির ওপরই ছেড়ে দিচ্ছেন তাঁরা৷

আওয়ামী লীগেরসাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক এবং আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণের বিষয়ে ডয়চে ভেলের এক প্রশ্নের জবাবে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘‘আমরা তো আওয়ামী লীগের আদর্শের সঙ্গে একমত না৷ তাদের সঙ্গে জোটে যাওয়ার প্রশ্নই উঠে না৷ আওয়ামী লীগের জোট হতে পারে বিএনপির সঙ্গে, আমাদের সঙ্গে না৷ কারণ তাদের দুই দলের আদর্শই এক৷ সাধারণ সম্পাদক হওয়ার পর ওবায়দুল কাদের অফিসে এসেছেন৷ সাধারণ দু'চারটি কথা হয়েছে৷ আর অফিসে আসলেই কথা বলতে হবে এমনও না৷ নির্বাচনে যাব কি-না সেটা নির্ভর করবে তখনকার পরিস্থিতির উপর৷ আমরা দরকার মনে করলে নির্বাচনে যাব, আর মনে না করলে নির্বাচনে যাব না৷ সে কথা এখনই বলা যাবে না৷''

‘আওয়ামী লীগের জোট হতে পারে বিএনপির সঙ্গে, আমাদের সঙ্গে না’

ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, ২০১৪ সালের নির্বাচনে না আসা বিএনপি ও তার মিত্ররা আগামী নির্বাচন থেকেও দূরে থাকলে ঐ নির্বাচন দেশে-বিদেশে গ্রহণযোগ্যতার সংকটে পড়তে পারে৷ তাই যত বেশি সম্ভব রাজনৈতিক দলকে নির্বাচনে আনার প্রচেষ্টা আছে সরকারি নীতিনির্ধারকদের৷

সূত্রমতে, জোট সম্প্রসারণ উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি ক্ষমতাসীন জোটটির সঙ্গে বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন তৃণমূল বিএনপিসহ নয়টি রাজনৈতিক দলের মতবিনিময় হয়েছে৷

১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ জোটের শীর্ষ নেতাদের সঙ্গে ৯ দলের নেতাদের ঐ আলোচনা হয়৷ সভায় আগামী নির্বাচনে বিএনপিকে হারাতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ‘কাজ করার আগ্রহ' ব্যক্ত করেন নাজমুল হুদা৷

গত বৃহস্পতিবার ওবায়দুল কাদের সচিবালয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও নাজমুল হুদার সঙ্গে আলাদা বৈঠক করেছেন৷

ডয়চে ভেলের সঙ্গে আলাপকালে নাজমুল হুদা বলেন, ‘‘এই ধরনের একটা আলোচনা তো হচ্ছেই৷ কিন্তু আমি তাদের বলেছি, আমরা ৩১ দলীয় জাতীয়তাবাদী জোট করতে চাই৷ স্বাধীনতার স্বপক্ষের শক্তিদের নিয়ে হবে এই জাতীয়তাবাদী জোট৷ এই জোটের পক্ষ থেকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের উদ্যোগ নেয়া হয়েছে৷ সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওবায়দুল কাদেরকে থাকার জন্য অনুরোধ করা হয়েছে৷ কারণ আমিও বিএনপির একজন প্রতিষ্ঠাতা সদস্য৷

‘স্বাধীনতার স্বপক্ষের শক্তিদের নিয়ে হবে এই জাতীয়তাবাদী জোট’

জাতীয়তাবাদী আদর্শ আমারও আছে৷ এটা কোনো একক দলের না৷ এই কারণেই আমরা জাতীয়তাবাদী জোট করতে আগ্রহ প্রকাশ করেছি৷ আসলে সবকিছু নির্ভর করে প্রধানমন্ত্রীর মতামতের উপর৷ খুব শিগগিরই তাঁর কাছে আমরা সিদ্ধান্ত পাব বলে আশা করছি৷''

খোঁজ নিয়ে জানা গেছে, ১৪ দলে যুক্ত হতে আগ্রহী দলগুলো হলো- বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স, গণতান্ত্রিক আন্দোলন, সম্মিলিত ইসলামিক জোট, কৃষক শ্রমিক পার্টি, একামত আন্দোলন, জাগো দল, ইসলামিক ফ্রন্ট এবং গণতান্ত্রিক জোট৷

তবে এসব দলের ১৪ দলীয় জোটে অন্তর্ভুক্তি প্রশ্নে আপত্তি রয়েছে ১৪ দলের বর্তমান শরিকদের৷ তাঁরা বলছেন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ২৩ দফার ভিত্তিতে গঠিত ১৪ দলের নীতি-আদর্শের সঙ্গে এসব দলের কোনো মিল নেই৷ ফলে তাদের ১৪ দলে নেওয়া হলে জোটের আসল উদ্দেশ্য ব্যাহত হবে৷

নির্বাচন সামনে রেখে অন্য কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা হয়েছে আওয়ামী লীগের৷ সম্প্রতি ওবায়দুল কাদেরের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের সঙ্গে৷

এরই ধারাবাহিকতায় জোটের পরিধি বাড়ানো প্রসঙ্গে মঙ্গলবার দলীয় ফোরামের বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, রাজনৈতিক জোট থাকলে তার পরিধি বাড়া স্বাভাবিক৷ আগামী নির্বাচন যতই ঘনিয়ে আসবে, ততই দৃশ্যপটের মধ্যে কিছু কিছু পরিবর্তন আসবে৷

 

জোটের ভাঙ্গা-গড়া নিয়ে আপনার কোনো মতামত থাকলে লিখুন নীচে মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য