1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আরেক সাংবাদিকের মৃত্যু

৮ মে ২০২০

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া দৈনিক ভোরের কাগজের নিজস্ব প্রতিবেদক আসলাম রহমানের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস সংক্রমন ধরা পড়েনি৷

https://p.dw.com/p/3bvZH
Bangladesch Dhaka Medical College Hospital
ছবি: DW/H. Ur Radhid

৪৪ বছরের আসলাম গত কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন৷ শ্বাসকষ্ট বেড়ে গিয়ে অচেতন হয়ে পড়লে বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়৷ সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানায় বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

আসলামের সহকর্মী রাশেদ আলী বলেন,  "বৃহস্পতিবার রাতে শান্তিবাগের বাসায় অচেতন হয়ে পড়লে অফিসের গাড়ি দিয়ে তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল৷”

করোনা ভাইরাস মহামারীর এই সময়ে একই ধরনের লক্ষণ নিয়ে সম্প্রতি দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন এবং একই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ সহ সম্পাদক মাহমুদুল হাকিম অপু মারা গেছেন৷ মৃত্যুর পর হুমায়ুনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে৷ মাহমুদুল হাকিমের মৃত্যুর পর নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষার ফলাফল এখনো জানা যায়নি৷

তবে আসলাম অসুস্থ হওয়ার পর পরীক্ষা করিয়েছিলেন এবং পরীক্ষায় তাঁর দেহে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েনি৷

রাশেদ আলী বলেন,  "বাসাবো এলাকায় করোনা ভাইরাস পরীক্ষার জন্য দুটি বুথ রয়েছে৷ তিনি চারদিন আগে সেখানে নমুনা দিয়েছিল এবং বুধবার পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে৷”

আসলামের বাড়ি মাদারীপুরে৷ তাঁর স্ত্রী ও দুইটি সন্তান রয়েছে৷

এসএনএল/(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য