1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঝকঝকে পাবলিক টয়লেটের জন্য বিশেষ অভিযান

১৮ ডিসেম্বর ২০১০

‘চলো আমরা নিজেরাই মেনে চলি’ স্লোগান নিয়ে ঝকঝকে পাবলিক টয়লেটের জন্য অভিযান চলছে সিঙ্গাপুরে৷ ২০১৩ সালের মধ্যে ৩০ হাজার পাবলিক টয়লেটের কমপক্ষে ৭০ শতাংশকে ‘তিন তারকা’ পর্যায়ে উন্নীত করার লক্ষ্য তাদের৷

https://p.dw.com/p/Qf6A
Chinese, worker, cleans up, toilet, World Toilet Summit, ঝকঝকে, পাবলিক, টয়লেট, বিশেষ, অভিযান, সিঙ্গাপুর, পায়খানা, প্রস্রাব, রেস্টরুম, পাঁচ তারা, Singapore, Campaign,
ফাইল ছবিছবি: AP

অনেকের কাছে বেশ আশ্চর্য ঠেকলেও পাবলিক টয়লেট নিয়ে সিঙ্গাপুরের মাথাব্যথা নতুন নয়৷ আসলে ঝকঝকে পরিপাটি শহর গড়ে তুলতে সবকিছু যখন করা হয়ে গেছে তখন তারা একেবারে উঠেপড়ে লেগেছে পাবলিক টয়লেটের পেছনে৷ একের পর এক নানা কর্মসূচি বাস্তবায়ন করছে পাবলিক টয়লেটগুলোকে ‘পাঁচ তারকা' খচিত টয়লেটে পরিণত করতে৷

সিঙ্গাপুরের পাবলিক টয়লেটগুলোর নকশা, আকার, ব্যবহার উপযোগিতা, পরিচ্ছন্নতা এসবকিছুর উপর নজরদারি করতে ১৯৯৮ সালে প্রতিষ্ঠা লাভ করে রেস্টরুম অ্যাসোসিয়েশন সিঙ্গাপুর বা আরএএস৷ ইতিমধ্যে তারা চালু করেছে হ্যাপি টয়লেট স্কুল এডুকেশন কর্মসূচি৷ এই কর্মসূচির আওতায় তারা সিঙ্গাপুরের পাবলিক টয়লেটগুলোকে তিন তারকা থেকে পাঁচ তারকা পর্যন্ত তিনটি পর্যায়ে চিহ্নিত করেছে৷ চার তারকা মানের টয়লেটগুলোতে বিশেষভাবে থাকা প্রয়োজন শিশুদের প্রয়োজনীয় কাজ সারার জন্য বিশেষ ব্যবস্থা, যাকে বলে ডায়াপার চেঞ্জিং স্টেশন৷ আর পাঁচ তারকা মানের টয়লেটগুলোতে থাকতে হবে পরিবেশ বান্ধব নানা উপকরণ৷ এর মধ্যে রয়েছে পানির ট্যাপ ব্যবহারের পর যেন নিজে নিজেই পানি পড়া বন্ধ হয়ে যায় সেরকম ব্যবস্থা৷

Indien Welt Toilettengipfel in Neu Delhi
ভারতে অনুষ্ঠিত বিশ্ব টয়লেট সম্মেলন উপলক্ষ্যে তৈরি বিশেষ টয়লেট পরখ করে দেখছেন কর্তৃপক্ষছবি: picture-alliance/ dpa

এছাড়া তাদের কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছে বিশ্ব টয়লেট সংস্থা - ডাব্লিউটিও এবং সিঙ্গাপুর সৌন্দর্য সংরক্ষণ আন্দোলনের সদস্যপদ৷ সম্প্রতি তারা প্রকাশ করেছে পাবলিক টয়লেটগুলোর হালচিত্র নিয়ে ৭০ পৃষ্ঠার প্রতিবেদন৷ এতে দেখা গেছে, সেখানকার প্রায় ৫০০ পাবলিক টয়লেট মোটামুটি মানসম্পন্ন৷ একদিকে যেমন এসব টয়লেটে কোন দাগ কিংবা দুর্গন্ধ নেই৷ অন্যদিকে, এগুলোতে রয়েছে হাত ধোয়ার সাবান ও টয়লেট পেপার থেকে শুরু করে প্রয়োজনীয় অন্যান্য সুবিধা৷

তবে শুধু ৫০০ টয়লেট পরিচ্ছন্ন থাকলেই তো হবে না, সারাদেশের সবগুলো টয়েলেটকেই হতে হবে একেবারে ‘পাঁচ তারকা' মানের৷ তাই ২০০৮ সাল থেকেই দুর্বার কর্মসূচি চালাচ্ছে সিঙ্গাপুর প্রশাসন৷ এবার শুরু করলো তিন বছরের পরিকল্পনা ভিত্তিক অভিযান৷ এই অভিযানের মধ্যে অন্তর্ভুক্ত থাকছে একদিকে কর্তৃপক্ষের উদ্যোগ৷ অন্যদিকে, টয়েলটগুলোকে পরিচ্ছন্ন ও ঝকঝকে করে রাখতে ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: ফাহমিদা সুলতানা