1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টটেনহামের কাছে হেরে গেল ইন্টার মিলান

৩ নভেম্বর ২০১০

চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার মিলান বেশ বড় একটা ধাক্কা খেলো৷ সপ্তাহ দুয়েক আগে ইংলিশ ক্লাব টটেনহামকে তারা হারিয়েছিলো ৪-৩ গোলে৷ তবে মঙ্গলবার ফিরতি ম্যাচে ৩-১ গোলে হারলো তারা টটেনহামের কাছে৷

https://p.dw.com/p/Pwp9
Fußball Champions League Bremen Tottenham
টটেনহাম খেলোয়াড়দের উল্লাসছবি: AP

আগের ম্যাচে ইন্টারের ঘরের মাঠে হ্যাট্রিক করে দলকে জেতাতে পারেননি টটেনহামের গারেথ বেল৷ তবে সেটি তিনি পুষিয়ে দিয়েছেন মঙ্গলবার নিজ দলের মাঠে৷ যদিও কোন গোল পাননি কিন্তু তিনটি গোলের দুটিরই সুযোগ এসেছে তাঁর পা থেকে৷ খেলার ১৮ মিনিটে প্রথম গোলটি করেন টটেনহামের রাফায়েল ফান ডের ফার্ট৷ এরপর রোমান পাভলিউশেংকো দ্বিতীয় এবং পেটার ক্রাউচ করেন দলের পক্ষে তৃতীয় গোল৷ অন্যদিকে নির্ধারিত সময় শেষ হওয়ার নয় মিনিট আগে ইন্টার মিলানের স্ট্রাইকার স্যামুয়েল ইতো একটি গোল শোধ করেন৷ বলা প্রয়োজন, চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের হয়ে সাতটি গোল করলেন ক্যামেরুনের এই স্ট্রাইকার৷ এদিকে এই জয়ের ফলে গ্রুপ এ-র শীর্ষে জায়গা করে নিল টটেনহাম৷

এদিকে গ্রুপ বি-র ম্যাচে অলিম্পিক লিও হেরে গেছে বেনফিকার কাছে৷ ম্যাচটি তারা হেরেছে ৪-৩ গোলে৷ অন্যদিকে সি গ্রুপে ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দান্ত ফর্ম অব্যাহত রয়েছে৷ তুরস্কের লিগ চ্যাম্পিয়ন বুরসাসপোর্টকে তারা মঙ্গলবার হারিয়েছে সহজেই, ৩-০ গোলে৷ এর ফলে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে ওঠাটা অনেকটাই নিশ্চিত করে ফেললো অ্যালেক্স ফার্গুসনের দল৷ গ্রুপ ডি-তে স্প্যানিশ প্রিমেরা লিগের জায়ান্ট ক্লাব বার্সেলোনা ড্র করে বসেছে ডাচ ক্লাব এফসি কোপেনহেগেনের সঙ্গে৷ যদিও এই মুহূর্তে গ্রুপের পয়েন্ট তালিকায় বার্সেলোনাই শীর্ষে অবস্থান করছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আরাফাতুল ইসলাম