টপ গেম কুইজের বিজয়ী... | পাঠক ভাবনা | DW | 01.07.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

টপ গেম কুইজের বিজয়ী...

গতকাল, মানে ৩০ তারিখের টপ গেম কুইজের প্রশ্ন ছিল: জার্মানির মুখোমুখি হবে আলজেরিয়া৷ বলতে হবে কে জিতবে এই খেলায়? এখন আমরা সবাই জানি যে, ঐ খেলায় বিজয়ী জার্মানি৷ প্রতিবারের মতো এবারও লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়েছে৷

বিজয়ী হয়েছেন রেশমা আক্তার রুমি, অনার্স চতুর্থ বর্ষ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, বাংলাদেশ৷

- বন্ধু রুমি, আপনাকে অভিনন্দন! এছাড়া যাঁরা এই কুইজে অংশগ্রহণ করেছেন তাঁদের সবাইকেও অনেক অনেক ধন্যবাদ৷

এবার পাঠকবন্ধুদের মতামত

‘‘শুভেচ্ছা জানবেন৷ কেমন আছেন আপনারা? অনেকদিন পর আজ লিখতে বসলাম৷ ঝামেলার কারণে আর লেখা হয়ে ওঠে না৷ তবে আপনাদের টিভি অনুষ্ঠান দেখতে ভুল করি না৷ তাছাড়া টিভি অনুষ্ঠান মিস করলে, ওয়েবসাইট আর ফেসবুক তো আছেই৷ আর ভিডিও প্রতিবেদন দেখতে চলে যাই ইউটিউব-এ৷ ফেসবুক কুইজে অংশ নিয়েও পুরস্কার পেলাম না৷ তবে এখনও আশাহত হইনি৷ একদিন না একদিন লটারিতে নাম উঠবেই৷ সব্বাই দেখি ফেসবুকে আইপড-এর ছবি দিচ্ছে৷ ইস্ আমি যদি পেতাম, সেই দিনের অপেক্ষায়!'' বিপ্লব কুমার অধিকারী, কমলাপুর, কুমারখালি, কুষ্টিয়া, বাংলাদেশ৷

‘‘আপনারা বেশ ক'টি আয়োজন নিয়ে পাঠকদের সামনে হাজির আর সেজন্য পাঠকদের চরম উৎসাহ-উদ্দীপনা৷ ‘টপ গেম কুইজ', ‘অন্বেষণ কুইজ' সহ আরো কত কী! তবে কোথায় গেল মাসিক ধাঁধা? শ্রেষ্ঠ পত্র লেখক, কোথায় গেল শ্রেষ্ঠক্লাব নির্বাচন? নাটোরের রাজিব কুমার মন্ডলকে বিজয়ী নির্বাচন করার জন্য ধন্যবাদ জানাই৷ আলজেরিয়ার সাথে জার্মানির বর্ধিত টাইমে জার্মানির গোলটি চমৎকার লাগল৷ ডা. এস এম এ হান্নান, পাবনা, বাংলাদেশ৷''

- মতামত জানানোর জন্যও সবাইকে অনেক ধন্যবাদ৷

সংকলন: নুরুনাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন