1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টাইগার উডস্-এর প্রত্যাবর্তন

১৭ মার্চ ২০১০

আগামী ৮ই এপ্রিল টাইগার উডস্’কে আবার গল্ফ খেলতে দেখা যাবে, অগাস্টা’র মাস্টার্স টুর্নামেন্টে৷ তাঁকে ঘিরে যৌন কেলেঙ্কারির প্রায় পাঁচ মাস পরে প্রতিযোগিতামূলক খেলায় ফিরছেন উডস্৷

https://p.dw.com/p/MUiO
জঙ্গলের বাঘ আবার জঙ্গলে ফিরছে?ছবি: AP

মঙ্গলবার উডস্-এর ওয়েবসাইটে একটি সহজ ঘোষণায় সারা গল্ফ জগৎ আনন্দিত এবং উত্তেজিত৷ ‘‘একটি দীর্ঘ এবং প্রয়োজনীয় সময় ধরে গল্ফের থেকে দূরে থাকার পর আমার মনে হচ্ছে, আমি অগাস্টায় মরশুম শুরু করতে প্রস্তুত৷'' গল্ফে বিশ্বের সেরা খেলোয়াড়, ১৪টি মেজর টুর্নামেন্টের বিজেতা লিংকে ফিরছেন, এর কি অর্থ করা যেতে পারে? অনেকেরই ধারণা যে টাইগার তাঁর নিজের জীবনকে আবার নিজের নিয়ন্ত্রণে এনে ফেলেছেন, নয়তো তাঁর এই ‘কামব্যাক' এ্যাতো শীঘ্র ঘটতো না৷ অপরদিকে বহু মন্তব্য থেকে এই ধারণাই হতে পারে যে, গল্ফ জগৎ এবার তাদের সেরা প্লেয়ারকে ফেরৎ পাবার সম্ভাবনাতেই খুশী - টাইগারের পারিবারিক জীবন অথবা বান্ধবীদের সংখ্যা নিয়ে ট্যাবলয়েড তথা ইন্টারনেট সুলভ খোঁচাখুঁচিতে তাদের আর কোনো আগ্রহ নেই৷

আহত হলেও শার্দ্দূল

এবং তাদের এই মনোভাবটাই ঠিক, কেননা টাইগার সাম্প্রতিক যা কিছু অপ্রীতিকর এবং যন্ত্রণাদায়ক, তা'কে পিছনে ফেলে যদি আবার নিজের খেলা দেখাতে পারেন, তবে সেটাই প্রমাণ করবে যে তিনি নিজেকে এবং নিজের দুর্বলতাকে জয় করতে পেরেছেন৷ আহত শার্দ্দূল হয়ে খেলা দেখিয়েছেন টাইগার ২০০৮ সালের ইউএস ওপেনে, যেখানে তিনি হাঁটুর ব্যথা নিয়ে খেলেন এবং জেতেন৷ সেই হাঁটুতে পরে অস্ত্রোপচার করতে হয়৷ এই অগাস্টাতেই তিনি ১৯৯৭ সালে প্রথম কৃষ্ণাঙ্গ প্লেয়ার হিসেবে একটি মেজর টুর্নামেন্টে জেতেন৷ তখন তাঁর বয়স ২১৷ এ্যাতো কম বয়সে এর আগে আর কেউ মার্স্টার্স জেতেনি৷

ম্যাগনোলিয়া লেন, পাইন গাছ

Vorbereitung für das Masters Turnier
অগাস্টায় মাস্টার্সের প্রস্তুতিছবি: AP

তবে তাঁর প্রত্যাবর্তনের জন্য টাইগারের ম্যাগনোলিয়া লেন এবং জর্জিয়ার পাইন গাছ সমৃদ্ধ অগাস্টার গল্ফ কোর্সটি বেছে নেওয়ার কারণ সম্ভবত অন্য৷ অগাস্টা ন্যাশনালে দর্শকরা তাদের এন্ট্রি পাস বেচলে কিংবা উডস্-কে ত্যক্ত করলে তাদের ব্যাজ কেড়ে নেওয়া হবে - এ' ধরণের কড়া নিয়ম আর কোথাও নেই৷ মাস্টার্সের ‘‘পেট্রন''-দের আচার-আচরণ নাকি খুবই ভদ্র, সংযত৷ সীমিত সংখ্যক ব্যাজ এবং সীমিত সংখ্যক দর্শক ছাড়াও অগাস্টায় কোনো বিজ্ঞাপন কিংবা ‘আতিথেয়তা তাঁবুর' ব্যবস্থা নেই৷ অগাস্টার সিকিওরিটি গার্ডরা কাউকে খেলোয়াড়দের পিছনে পিছনে দৌড়তে দেয় না৷ এবং উডস্ কেলেঙ্কারি যারা ফাঁস করেছে, সেই ইন্টারনেট গসিপ সাইটগুলির এখানে প্রেস কার্ড পাবার কোনো সম্ভাবনা নেই৷ কাজেই উডস্ নিশ্চিন্ত থাকতে পারেন৷

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: সাগর সরওয়ার