1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টাইগার উডস : গলফার থেকে গল্পকার

১৮ নভেম্বর ২০১০

বিশ্বের সেরা গলফারের শিরোপাটা বেশ কিছু দিন আগেই হাতছাড়া হয়েছে টাইগার উডসে’র৷ এর আগে পরে একের পর এক যৌন সম্পর্কের ঘটনা, গাড়ি দুর্ঘটনা, বেরিয়েছে ডজন ডজনে নারী বন্ধু পাল্টাবারও খবর৷

https://p.dw.com/p/QCCA
টাইগার উডসছবি: AP

আগেই জানিয়েছি টাইগার উডস তাঁর জায়গা হারিয়েছেন৷ ২৮১ সপ্তাহ ধরে তাঁর কাছেই ছিল গলফের শীর্ষ স্থানটি৷ কিন্তু তাঁকে থামিয়ে দেন ইংলিশ গলফার লি ওয়েস্টউড৷ টাইগার উডসকে ছাড়িয়ে এখন ওয়েস্ট উডই হচ্ছেন বিশ্বসেরা গলফার৷

খেলায় হেরে যাবার পর এখনও মন নাকি বেশ খারাপ উডসের৷ ফলে সাম্প্রতিক বেশ কয়েকটি টুর্নামেন্টে তিনি ভালো করেননি৷ অবশ্য নিয়মিত সকাল বিকাল মাঠে ছুটে যাচ্ছেন৷ চালাচ্ছেন প্রশিক্ষণ৷ এরপরও নাকি তাঁর কাছে বেশ খানিকটা সময় আছে৷ আর এই সময়ের সঠিক ব্যবহার করতে চান উডস৷ বিশেষ করে জনগণ মানে তার সমর্থকদের সাথে বেশ অনেকটা দূরত্ব সৃষ্টি হয়েছে তাঁর৷ দূরত্ব ঘোচাতে তিনি এবার বেছে নিয়েছেন জনপ্রিয় সাপ্তাহিক নিউজ উইককে৷ প্রথম ধাপ হিসাবে এখানে নিজের জীবনের গল্প লিখবেন টাইগার উডস৷ এই লেখার কাজ প্রায় শেষ পর্যায়ে৷ শিগগিরই এটি প্রকাশিত হবে৷

যাহোক, সম্প্রতি এক সাক্ষাতকারে টাইগার উডস আরও জানিয়েছেন, তিনি আবারো সেরা গলফারের অবস্থান ফিরে পেতে মুখিয়ে আছেন৷ ৩৪ বছর বয়স টাইগারের৷ ইদানিং কেন যেন ভাগ্য তাঁর সঙ্গে হাঁটছে না৷ অবশ্য কোন টুর্নামেন্টে শিরোপা না জিতলেও সম্প্রতি টোকিওতে এক প্রীতি ম্যাচে জিতেছেন তিনি৷ সেই খেলায় তিনি হারিয়েছেন জাপানি তারকা রিও ইশিকাওয়াকে৷ সেই জয়ে উচ্ছ্বসিত টাইগার৷ পরে সাক্ষাৎকারে বলেন, ‘এই বছর তিনটি ইভেন্ট পাব আশাকরি, ভালোভাবেই সবকিছু শেষ করতে পারব৷ সত্যি বলতে কি, এই ইভেন্টগুলোই আমাকে ২০১১ সালে শীর্ষ স্থান ফিরে পেতে সাহায্য করবে৷'

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আরাফাতুল ইসলাম