1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টাইপরাইটারের শেষ প্রজন্ম

১৩ এপ্রিল ২০২০

একসময়ে যা ছিল আধুনিক, কালের বিবর্তনে তার ঠাঁই হয় জাদুঘরে৷ তেমনই এক যন্ত্র এখন টাইপরাইটার৷ যার খুটখাট শব্দে মাত্র বছর কুড়ি আগেও মুখরিত ছিল অফিস আদালতগুলো৷ ছিল অনেকের জীবিকার যোগানদাতাও৷ কম্পিউটার সেই জায়গা দখল করেছে ঠিকই কিন্তু এখনও কারো কারো রোজগারের অবলম্বন জং ধরা যন্ত্রটি৷ তেমনই একজন শেখ মনসুর আলি৷

https://p.dw.com/p/3apaN