1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টাকা না দিলে প্রাণনাশের হুমকি যশ চোপড়াকে

২২ এপ্রিল ২০১১

বলিউডের বিখ্যাত পরিচালক যশ চোপড়াকে টেলিফোনে হুমকি দেওয়া হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷

https://p.dw.com/p/112H1
‘সরকার’ ছবিতে মাফিয়া সর্দারের ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চনছবি: APImages

বলিউডের পর্দায় মাফিয়া নেতাদের পেশি দেখানো কোনো নতুন বিষয় নয়৷ দলবল নিয়ে তারা মুম্বই শহর চষে বেড়ায়, সমাজের বিখ্যাত ও ধনী মানুষদের কাছ থেকে মোটা টাকার ‘হপ্তা' আদায় করে৷ খুব কুখ্যাত মাফিয়া নেতা হলে দুবাই বা করাচি থেকে মুম্বইয়ে নিজের সাম্রাজ্যের কলকাঠি নাড়ে৷ মোটকথা, তাদের চটিয়ে কেউই পার পায় না৷ এমন দুঃসাহস দেখালে খুঁজে পাওয়া যায় তাদের লাশ৷

Dawood Ibrahim
বাস্তব জগতের মাফিয়া সর্দার দাউদ ইব্রাহিমছবি: AP

কিন্তু এসব শুধু কাহিনী নয় – বাস্তবেও মাফিয়া নেতাদের প্রভাব প্রতিপত্তি কম নয়৷ থেকে থেকেই সেটা টের পাওয়া যায়৷ যেমনটা বলিউডের বিখ্যাত পরিচালক যশ চোপড়া এই মুহূর্তে হাড়ে হাড়ে টের পাচ্ছেন৷ রবি পুজারী নামের এক গুণ্ডা নাকি তাঁকে ফোনে হুমকি দিয়েছে৷ যশ চোপড়ার নিরাপত্তার বিনিময়ে সে মোটা অঙ্কের টাকা দাবি করেছে৷ পুলিশ বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে দেখছে৷ যশ চোপড়ার নিরাপত্তা বাড়িয়ে ফোন কলের উৎস খোঁজ করছে তারা৷

এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়৷ সম্প্রতি পরিচালক মহেশ ভট্ট ও অভিনেত্রী আয়েশা টাকিয়ার স্বামী ফরহান আজমিও পূজারীর দলবলের কাছ থেকে টেলিফোনে একই রকম হুমকি শুনতে বাধ্য হয়েছেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়