1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টাকা নিয়ে বানরের ছেলেখেলা

১৯ ফেব্রুয়ারি ২০১৮

একটি বানর এক পর্যটকের মানিব্যাগ ছিনিয়ে নিলো৷ সেই টাকা নিয়ে এরপর করলো যাচ্ছেতাই৷ দেখুন ভিডিওতে৷

https://p.dw.com/p/2suLo
ছবি: DW/Kai Dambach

অর্থই অনর্থের মূল৷ এটা মানুষ ছাড়া আর কোনো প্রাণী বোঝে? বোঝে৷ বানর বোঝে৷ না হলে কি এমন কাণ্ড হয়!

এরই মধ্যে ভাইরাল হয়ে যাওয়া চীনের এক ভিডিওতে দেখা যায়, এক বানর একটি রেলিংয়ের ওপর বসে আছে৷ তার হাতে একটি ওয়ালেট৷

সে ওয়ালেট থেকে সব টাকা বের করে ছুড়ে ছুড়ে রেলিংয়ের ওপারে খাদের মধ্যে ফেলে দিচ্ছে৷

বানরের এই বাঁদরামি দেখে চিৎকার করে উঠছেন দর্শনার্থীরা৷

দেখেই বোঝা যায়, এটি একটি পর্যটনকেন্দ্র৷ ঘটনাটি চীনের সিচুয়ান প্রদেশের আমনেই পর্বতে ঘটেছে বলে শোনা যাচ্ছে৷ কারণ, দুষ্ট বানরদের জন্য জায়গাটি বিখ্যাত৷ ভিডিওটি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক গণমাধ্যমে৷৷

জেডএ/এসিবি