1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিকা না নিলে কমতে পারে স্বাধীনতা

২৫ জুলাই ২০২১

জার্মানিতে যারা করোনা ভাইরাস প্রতিরোধক টিকা নেবেন না তাদের চলাফেরার স্বাধীনতা কমে আসতে পারে বলে জানিয়েছে আঙ্গেলা ম্যার্কেল সরকার৷

https://p.dw.com/p/3y1LO
Deutschland | Coronavirus | Impfstoff Johnson & Johnson
ছবি: Ying Tang/NurPhoto/picture alliance

জার্মান চ্যান্সেলরের জেষ্ঠ্য উপদেষ্টা হেলগে ব্রাউন বলেন, ‘‘সুযোগ থাকা সত্ত্বেও যারা টিকা নেবেন না তাদেরক্ষেত্রে যারা টিকা নিয়েছেন তাদের তুলনায় চলাফেরার স্বাধীনতা কমিয়ে আনা হতে পারে৷'' 

তিনি বলেন, ‘‘যারা টিকা নেবেন না তাদেরকে বার, সিনেমা হল কিংবা খেলার মাঠে প্রবেশ করতে বাধা দেওয়া হতে পারে৷’’ 

ইউরোপের দেশ জার্মানিতে করোনার তৃতীয় ঢেউ চলছে৷ এরমধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও গত দুই সপ্তাহ ধরে সংক্রমণের হার আবারও বাড়ছে৷ রবার্ট কখ ইনস্টিটিউটের তথ্য বিশ্লেষণ করে সংবাদমাধ্যম দ্যা লোকাল জানায়, জার্মানিতে গত শুক্রবার প্রতি লাখে সংক্রমণের হার ছিল ১৩ দশমিক দুই ভাগ৷ তার আগে সংক্রমণের হার ছিল ১২ দশমিক দুই ভাগ৷ আর ৬ জুলাই সংক্রমণের হার ছিল চার দশমিক নয় ভাগ৷

সংক্রমণের এমন ঊর্ধ্বগতির কারণে দেশটিতে করোনার চতুর্থ ঢেউয়ের শঙ্কা প্রকাশ করছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা৷  

এদিকে, করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে টিকাদানের চেষ্টা করছে সরকার৷ সবর্শেষ তথ্য অনুযায়ী, দেশটিতে প্রাপ্তবয়স্কদের শতকরা ৬০ ভাগ ইতিমধ্যে অন্তত এক ডোজ টিকা পেয়েছেন৷ তবে টিকাদান প্রক্রিয়া ধীর গতিতে চলছে বলে দাবি করেছেন সমালোচকরা৷ 

হেলগে ব্রাউন বলেন, ‘‘জার্মানিতে করোনা ভাইরাসের চতুর্থ ঢেউয়ের মারাত্মক প্রভাব পড়তে পারে৷ করোনা টেস্টে সংক্রমণের ঊর্ধ্বগতি পাওয়া গেলে যারা টিকা নেননি তাদেরকে সামাজিক যোগাযোগ এড়িয়ে চলতে হবে৷’’

পেশায় চিকিৎসক এ উপদেষ্টা বলেন, ‘‘টিকার ফলে আমরা সংক্রমণ থেকে শতকরা ৯০ ভাগ সুরক্ষিত থাকি৷ আর তাই যারা টিকা পেয়েছেন তারা যারা পানননি তাদের তুলনায় বেশি স্বাধীনতা ভোগ করবে৷’’

আরআর/এসিবি (ডিপিএ, রয়টার্স)