1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিভি এখন যতো বড় তত পাতলা

১০ সেপ্টেম্বর ২০০৯

টিভি এখন যতো বড় হচ্ছে তত পাতলা৷ বিদ্যুৎ খরচও কম৷ আবার টিভির মধ্যে ইন্টারনেটও যথারীতি৷ ১৫০ ইঞ্চির টিভি মানে সাড়ে বারো ফুট৷ এতো বড় টিভি? এই টিভির তিন রকম ডাইমেনশন আছে৷ বিদ্যুৎ খরচও বেশি নয়৷

https://p.dw.com/p/JZFY
ছবি: AP

গত কয়েক বছর ধরেই লক্ষণীয়, আন্তর্জাতিক বেতার প্রদর্শনী ইফায় কনজুমার ইলেকট্রনিক্স এর বিপুল প্রধান্য৷ প্লাসমা, হাইডেফিনেশন, লেড (লাইট এমিটিং ডিওড)এল এন বি (লো নয়েজ ব্লক), থ্রি-ডি টিভিসহ নানা জাতের ক্যামেরা, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, আইপড থেকে শুরু করে ওয়াশিং মেশিন এমন কী বৈদ্যুতিক চুল্লিও প্রদর্শিত৷ এবছর যা নতুন , আগামীতে আরো উন্নত কারিগরী পদ্ধতি প্রয়োগে নির্মাণ করার পরীক্ষানিরীক্ষা শুরু হয়েছে ইতিমধ্যেই৷ বিভিন্ন প্রস্তুতকারক কোম্পানি টিভি, কম্পিউটার, ল্যাপটপ যাতে পরিবেশ নষ্ট না করে ওজন কতটা কমানো যায় যা সহজেই বহনযোগ্য তাই নিয়েও গবেষণা করছে৷ এবং সেই গবেষণার সুফল বাজারে ছাড়ছে৷

IFA Flash-Galerie
ছবি: Messe Berlin

কোন বড় বা ছোট কোম্পানি এখন আর পিছিয়ে নেই৷ কেননা বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হবে৷ যদিও বড়ো বড়ো প্রস্তুতকারক কোম্পানির সুযাগ সুবিধা অনেক বেশি৷

টিভি এখন যতো বড় হচ্ছে তত পাতলা৷ বিদ্যুৎ খরচও কম৷ আবার টিভির মধ্যে ইন্টারনেটও যথারীতি৷ ১৫০ ইঞ্চির টিভি মানে সাড়ে বারো ফুট৷ এতো বড় টিভি? এই টিভির তিন রকম ডাইমেনশন আছে৷ বিদ্যুৎ খরচও বেশি নয়৷

পোলারয়েড ক্যামেরায় যুক্ত হচ্ছে প্রিন্টার, ইমেইল এমনকি মোবাইল ফোনও৷ ক্যামেরা কতো হালকা করা যায় এবং একই ক্যামেরার ছয় রকম ছয়টি লেন্স তৈরি করছে প্যানাসনিকের লুমিক্স৷ প্রদর্শন করছে এবারের ইফা মেলায়৷

ইফা মানেই নতুন কারিগরীতে নির্মিত কনজিউমার ইলেকট্রনিক্স এর প্রদর্শনী সমাহার৷

আন্তর্জাতিক বেতার ও টেলিভিশন প্রদর্শনী ইফা শেষ হল বুধবার, ৯ সেপ্টেম্বর৷ বিশ্বের আর্থিক মন্দা সত্ত্বেও দর্শকের ভিড় ছিল আশাতীত৷

প্রতিবেদক: দাউদ হায়দার, বার্লিন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক