1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টুইটারের শীর্ষে সংবাদ মাধ্যম, সাথে তারকারাও

৮ জানুয়ারি ২০১১

বেশ কিছু সংবাদ বিষয়ক সংস্থা ২০১০ সালের টুইটারের শীর্ষে জায়গা পেলেও তারকারাও পিছিয়ে নেই৷ গত বছরের টুইটারে জনপ্রিয়তার ধারা বিশ্লেষণ করে এমন কথা জানালো ইলিনয়েসের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক দল৷

https://p.dw.com/p/zuyx
Logo, Microblogging, Dienstes Twitter, Music, Celebrity, Pop, Idol, 2010, টুইটার, সংবাদ, মাধ্যম, তারকা, ২০১০, সংগীত, লেডি, গাগা, টাইমস, পপ, নিউইয়র্ক, বিবা
ছবি: twitter.com

তাঁরা দেখেছেন যে, মেক্সিকো উপসাগরে তেল ছড়িয়ে পড়া, হাইতির ভূমিকম্প এবং চিলির খনিশ্রমিকদের উদ্ধার এসব ঘটনাই সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে টুইটারের পাতায়৷ রাজনীতি ও বিশ্বের চলতি ঘটনার জন্য টুইটারে ব্যাপক জনপ্রিয়তা ছিল এনপিআর সংবাদ, নিউ ইয়র্ক টাইমস, টাইমস ডট কম এবং ওয়াল স্ট্রিট জার্নাল'এর৷

তবে তারকারাও কম যাননি৷ শীর্ষে ছিলেন সংগীত তারকা লেডি গাগা, অভিনেতা মেল গিবসন এবং পপ আইডল জাস্টিন বিবার মতো তারকারাও৷ বেশ দাপটের সাথে বিচরণ ছিল অভিনেতা অ্যাডাম ল্যাম্বার্ট, টেলিভিশনের কমিক কোনান ও'ব্রায়েন এবং সংগীত তারকা রিকি মার্টিনেরও৷

নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান ও গবেষক দলের নেতৃত্বদানকারী বিজ্ঞানী অলোক চৌধুরী বলেন, ‘‘রাজনীতি ও আন্তর্জাতিক কিছু বিষয়ের ক্ষেত্রে টুইটারে রাজত্ব করতে দেখা গেছে কিছু সংবাদ মাধ্যমকে৷ কিন্তু কোন করুণ মানবিক বিষয়ের ক্ষেত্রেই হাজির জনপ্রিয় তারকারা৷ যেমন হাইতির ঘটনায় প্রভাবশালী টুইটকারী ছিলেন শিল্পী অ্যাডাম ল্যাম্বার্ট৷ চিলির খনিশ্রমিকদের উদ্ধারের ঘটনায় দেখা গেছে টেলিভিশন কমিক কোনান ও'ব্রায়েনকে সবচেয়ে প্রভাবশালী টুইটাকারী হিসেবে৷ আর এক্ষেত্রে শিল্পী রিকি মার্টিন ছিলেন দ্বিতীয় স্থানে৷''

চৌধুরী ও তাঁর গবেষক দল টুইটারের এসব প্রভাবশালীদের খুঁজে বের করেছেন তাঁদের তৈরি ওয়েবসাইট ‘পাল্সঅফদ্যটুইটার.কম' এর মাধ্যমে৷ তাঁদের হিসাবে, গত বছরে করা টুইটগুলোর মধ্যে লেডি গাগা ও বিবার'এর টুইটগুলোর ৭৫ শতাংশই ছিল ইতিবাচক৷ কিন্তু গিবসনের টুইটগুলোর অধিকাংশই ছিল নেতিবাচক৷ বিশেষ করে, গিবসন তাঁর মেয়ে সন্তানের মায়ের উদ্দেশ্যে রাগ করে করা ভয়েসমেইলটি প্রকাশের পর বেশ শিরোনাম হয়েছিলেন৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান