1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ফ্রি সাঈদী’ ক্যাম্পেইন

আরাফাতুল ইসলাম১৭ সেপ্টেম্বর ২০১৪

জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর শাস্তি কমানোয় তোলপাড় চলছে বাংলাদেশে৷ সাঈদীর সমর্থক কিংবা তাঁর বিরুদ্ধে আন্দোলনরত কোনো পক্ষই আদালতের আদেশে দৃশ্যত সন্তুষ্ট নয়৷ টুইটারে চলছে ‘ফ্রি সাঈদী’ ও ‘হ্যাং সাঈদী’ ক্যাম্পেইন৷

https://p.dw.com/p/1DDu7
Bangladesch Dhaka Gericht Kriegsverbrechen Delwar Hossain Sayeedi Protest gegen Urteil
সাঈদীর শাস্তি কমানোর প্রতিবাদে শাহবাগে আন্দোলনরতদের ছত্রভঙ্গ করতে পুলিশের অভিযানছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে মূলত ফেসবুককেই বিবেচনা করা হয়৷ তবে বুধবার দেখা যাচ্ছে ভিন্ন চিত্র৷ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা সাঈদীর শাস্তি বদলের খবরে অনেকে সোচ্চার টুইটারে৷ গত ২৪ ঘণ্টায় (জার্মান সময় বুধবার দুপুর একটা পর্যন্ত) ইংরেজিতে ‘ফ্রি সাঈদী' হ্যাশট্যাগ ব্যবহার করে টুইট করা হয়েছে প্রায় চারশো'র মতো৷ পাশাপাশি হ্যাশট্যাগ হিসেবে শুধু ‘সাঈদী' ব্যবহার হয়েছে প্রায় তিনশো বার৷ আরো যে হ্যাশট্যাগটি অনেকে ব্যবহার করছেন সেটি হচ্ছে ‘হ্যাং সাঈদী'৷

শাস্তি কমানোর আগে, পরে

একাত্তরের যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার টুইটারে অত্যন্ত সক্রিয়৷ আপিল বিভাগ সাঈদীর শাস্তি মৃত্যুদণ্ডের বদলে আমৃত্যু কারাদণ্ড ঘোষণার আগে ইমরান টুইটারে ইংরেজিতে লিখেন, ‘‘গত ৪৩ বছর ধরে আমরা বিচারের অপেক্ষায় আছি৷ একাত্তরে গণহত্যার বিচার৷ একাত্তরের নায়কদের সম্মান জানানোর এখনই সময়৷''

ইমরানের এই পোস্ট পুনরায় টুইট করা হয়েছে ৫৮ বার৷ আর ‘ফেভারিটের' তালিকায় যোগ হয়েছে ৩৬ বার৷ তবে আপিল বিভাগ রায় ঘোষণার পর কোনো টুইট করেননি শাহবাগ আন্দোলনের সঙ্গে শুরু থেকে সম্পৃক্ত ইমরান৷

কমিউনিটি বাংলা ব্লগ আমার ব্লগের অন্যতম অ্যাডমিন সুশান্ত দাস গুপ্ত আদালতের রায় ঘোষণার আগে টুইটারে লিখেছেন, ‘‘হ্যাংসাঈদী৷ নো এক্সকিউজ প্লিজ৷''

বলাবাহুল্য, আদালতের আদেশে সুশান্ত-র প্রত্যাশার প্রতিফলন ঘটেনি৷ বুধবার রায় ঘোষণার পর তিনি ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্রাটেজি ফোরামের (আইসিএসএফ) প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তি পোস্ট করেছেন৷

সাঈদীর শাস্তি কমানোর আদেশের বিরোধীতা করে শাহবাগে জনতা সমবেত হতে চাইলে পুলিশ বাধা দেয়৷ প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস, রাবার বুলেট ও জল কামান ব্যবহার করে পুলিশ৷ সালাউদ্দিন ইউসূফ নামক একজন টুইটার ব্যবহারকারী এসংক্রান্ত একটি ছবি পোস্ট করেছেন৷

‘ফ্রি সাঈদী' ক্যাম্পেইন

এদিকে, থেমে নেই ‘ফ্রি সাঈদী' হ্যাশট্যাগ ব্যবহারকারীরাও৷ জামায়াতে ইসলামীর অনলাইন প্রচারণার সঙ্গে সম্পৃক্ত ‘বাঁশেরকেল্লা'-র একটি টুইটার অ্যাকাউন্ট থেকে এই রায়ে হতাশা প্রকাশ করা হয়েছে৷ টুইট পোস্টে দাবি করা হয়েছে, ‘‘ইসলামের জন্য জীবন উৎসর্গ করা একজন মানুষের সঙ্গে অবিচার করা হয়েছে৷''

বাংলা ভাষাতেই টুইটারে মন্তব্য করছেন অনেকে৷ তবে এক্ষেত্রে ব্যক্তিগত মতামতের চেয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সংবাদের লিংক শেয়ার করা হয়েছে বেশি৷

শাহবাগ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত অ্যাক্টিভিস্ট আজিজা আহমেদ পলা সাঈদীর শাস্তি কমানোর ঘোষণার পর ব্যঙ্গ করে লিখেছেন, ‘‘কাদের মোল্লার ফাঁসি কার্যকর ফিরায়ে নেয়া হোক৷''

উল্লেখ্য, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮শে ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১৷ কিন্তু এবার, আপিল বিভাগের রায়ে সাঈদী সেই মৃত্যুদণ্ড থেকে রেহাই পেলেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান