1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেনিস: অস্ট্রেলিয়ান ওপেন

২১ জানুয়ারি ২০১১

অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে উঠেছেন রাফায়েল নাদাল এবং কিম ক্লাইস্টারস৷ অন্যদিকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে বিশ্বের প্রথম দশ নম্বর মহিলা খেলোয়াড়দের মধ্যে অন্তর্ভুক্ত ইয়েলেনা ইয়াঙ্কোভিচকে৷

https://p.dw.com/p/100IG
রাফায়েল নাদালছবি: AP

বৃহস্পতিবার মেলবোর্ন পার্কের খেলায় সাত নম্বর বাছাই বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড় ইয়াঙ্কোভিচকে চীনের পেং সুই ৭-৬, ৬-৩ গেমে পরাজিত করেন৷ শীর্ষ বাছাই পুরুষ ও মহিলার মধ্যে জিতে পরের রাউন্ডে উঠেছেন রবিন সডারলিং, এ্যান্ডি মারে, ভেরা ইয়োনারেবা এবং স্যাম স্টোসুর৷ ব্যাতিক্রম হলেন শুধু ইয়াঙ্কোভিচ৷

বিশ্বের ৬২ নম্বর খেলোয়াড় কার্লা সুয়ারেজ নাবারোকে ৬-১,৬-৩ গেমে সহজে পরাজিত করেন ক্লাইস্টারস৷ এদিকে তাঁকে অন্তঃসত্ত্বা মনে করে লেখা এক টেক্সট মেসেজ নিয়ে উত্তেজিত হয়ে যান ক্লাইস্টারস৷ সাবেক গ্র্যান্ড স্ল্যাম ডাবল চ্যাম্পিয়ন টড উডব্রিজকে তিনি বলেন, ‘‘তুমি বলেছো, যে তোমার মনে হচ্ছে আমি অন্তঃসত্ত্বা ৷'' তিন বারের ইউ এস ওপেন চ্যাম্পিয়ন তার দ্বিতীয় সন্তান আসার কথা অস্বীকার করেছেন৷

এদিকে পুরুষদের চতুর্থ বাছাই সডার্লিং, গিলেস মুলারের বিরুদ্ধে ৬-৩ ,৭-৬, ৬-১ গেমে জয়লাভ করেন বিকেলে৷সন্ধ্যার সময়ে পঞ্চম বাছাই মারে পরবর্তী রাউন্ডে তার সঙ্গে যোগদান করেন ইলিয়া মার্চেঙ্কোকে ৬-১, ৬-৩, ৬-৩ হারিয়ে৷

অন্যদিকে প্রথম-সেটেই ৪-১ গেমে পরাজিত ইয়াঙ্কোভিচ বলেন, ‘‘শীর্ষ খেলোয়াড় হিসেবে, আমি বলতে চাইছি, বিশ্বের এক নম্বর খেলোয়াড় ছিলাম , তাই এই ধরণের ভুল মেনে নেওয়া কঠিন৷'' তিনি বলেন, ‘‘সত্যিই একেক সময় বিশ্বাস করতে কষ্ট হয় যে, আমি এটা করতে পারি৷ কেন আমি এইরকম করছি?''

পুরুষ এককে সুইজারল্যান্ডের রজার ফেদেরার হারিয়েছেন বেলজিয়ামের জেভিয়ার মালিসেকে ৬-৩,৬-৩,৬-১ সেটে৷ অপরদিকে চেক খেলোয়াড় টমাস ভারড্রিচ হারিয়েছেন ফ্রান্সের রিচার্ড গ্যাসকুইটকে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী