1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেন্ডুলকারই সেরা!

৯ নভেম্বর ২০১০

ডন ব্রাডম্যান নন, শচিন টেন্ডুলকারই সর্বকালের সেরা ব্যাটসম্যান৷ পাকিস্তানের সাবেক অধিনায়ক জহির আব্বাস তাই মনে করেন৷ তবে বিশ্বের বেশিরভাগ ধারাভাষ্যকার এবং সাবেক খেলোয়াড়রা টেন্ডুলকারকে ব্রাডম্যানের পরেই রেখে থাকেন৷

https://p.dw.com/p/Q248
শচিন টেন্ডুলকারছবি: AP

নিউজ অফ সানডে-তে আব্বাস বলেন, ‘‘সবাই ব্রাডম্যানকেই সবার সেরা বলেন৷ আমি যদিও তাঁর খেলা দেখিনি, তবুও আমি জানি কোনো ভাবেই তিনি টেন্ডুলকারের চেয়ে ভালো ব্যাটসম্যান ছিলেন না৷'' আব্বাস আরো বলেন, ‘‘এক পা হলেও, টেন্ডুলকার ডনের চেয়ে এগিয়ে রয়েছেন৷ টেন্ডুলকারের দিকে তাকালেই সেটা বোঝা যায়৷ '' পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন, ‘‘ আমি বলতে চাচ্ছি, ২১ বছর ধরে টেন্ডুলকার খেলছেন৷ তাঁর হাজার হাজার রান ও ডজন ডজন সেঞ্চুরি আছে৷ কিন্তু তারপরেও একজন নতুন খেলোয়াড়ের মতই তাঁর রানের ক্ষুধা৷ টেন্ডুলকার একজন তরুণের মতই ব্যাট করেন৷ পাকিস্তানের ব্যাটসম্যানদের তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার আছে৷''

এই যুগে খেলছেন না বলে আব্বাস দুঃখ প্রকাশ করেন৷ তিনি বলেন, টেন্ডুলকারের অশেষ রানের ক্ষুধার জন্যে তিনি তাঁকে ইর্ষা করেন৷ জহির আব্বাস বলেন, ‘‘মাঝে মাঝে আমি ভাবি যে আমি যদি '৭০-এর দশকে জন্মগ্রহণ করতাম তাহলে, আরো কত বেশি টেস্ট খেলতে পারতাম, কত রান করতে পারতাম৷ সম্ভবত আমি ভুল যুগে জন্ম নিয়েছি৷''

তিনি বলেন, ‘‘টেন্ডুলকার যেমন একজন চমৎকার খেলোয়াড়, তেমনই সঠিক সময়ে জন্ম গ্রহণ করার জন্যে তিনি ভাগ্যবানও বটে৷ এ এক দারুন সংযোগ৷'' তাঁর রান করার সামর্থের জন্যে জহির আব্বাস ‘এশিয়ার ব্রাডম্যান' হিসেবে খ্যাত৷

পাকিস্তানের ব্যাটসম্যানদের আরো বেশি দায়িত্বপূর্ণভাবে খেলার জন্য এবং উইকেটে আরো বেশি সময় অতিবাহিত কার জন্য পরামর্শ দেন আব্বাস৷ তিনি বলেন, আমি মনে করিনা যে পাকিস্তানি ব্যাটসম্যানদের কোন কারিগরি ত্রুটি রয়েছে৷ তবে ওরা অস্থির প্রকৃতির৷ আব্বাস বলেন, ‘‘আন্তর্জাতিক পর্যায়ে শর্টকাট রাস্তা ধরা ওদের বন্ধ করা উচিৎ৷''

প্রতিবেদন:ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়