1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেরেসা মে সুর কড়া করলেন

২৮ এপ্রিল ২০১৭

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ব্রিটেনের ব্রেস্কিট সংক্রান্ত ‘বিভ্রমের’ কথা বলার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে তাঁর সুর চড়িয়েছেন৷ মে মনে করেন, ব্রিটেনের ‘বিরোধীরা’ আলাপ-আলোচনা ভণ্ডুল করার চেষ্টা করছে৷

https://p.dw.com/p/2c3pp
Großbritannien Wahlkampf Theresa May
ছবি: picture-alliance/dpa/PA Wire/A. Devlin

ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলি ব্রিটেনের বিরুদ্ধে জোট বাঁধছে বলে মে অভিযোগ করেন৷

বিবিসির খবর অনুযায়ী, মে লিডস শহরে আয়োজিত একটি নির্বাচনি প্রচার সভায় বলেন, ‘‘আমরা আজ চ্যান্সেলর ম্যার্কেলকে দেখেছি, তাঁর মন্তব্য শুনেছি৷ আমরা দেখেছি যে, বাস্তবিক এমন একটা সময় আসবে, যখন (ব্রেক্সিট-পরবর্তী ব্রিটেন-ইইউ সম্পর্কের ব্যাপারে) আলাপ-আলোচনা কঠিন হয়ে দাঁড়াবে৷''

মে আগামী ৮ই জুন মধ্যকালীন নির্বাচনের ডাক দিয়েছেন এবং লিডসে লেবার দল সব সময়ই জনপ্রিয়৷ ‘‘আমাদের প্রতিপক্ষরা ইতিমধ্যেই এই আলাপ-আলোচনা ভণ্ডুল করার চেষ্টা করছে – যুগপৎ বাদবাকি ২৭টি ইউরোপীয় দেশ আমাদের বিরোধিতা করার জন্য জোট বাঁধছে,'' লিডসের সমাবেশে বলেন মে৷

‘‘(ওদের) এই মনোভাবের একমাত্র ফলশ্রুতি হবে অনিশ্চয়তা এবং স্থিতিহীনতা, যা থেকে আমাদের বর্ধিষ্ণু অর্থনীতির পক্ষে ঝুঁকি বাড়বে, যেমন উচ্চ কর, আরো কম চাকরি, আরো বেশি অপচয়, আরো বেশি ঋণ,'' বলেন মে৷

ম্যার্কেলের মন্তব্য এবং ঐক্যবদ্ধ ইইউ

এর আগে ম্যার্কেল বুন্ডেসটাগে বলেছেন, ‘‘একটি তৃতীয় পক্ষের দেশ একটি ইইউ দেশের সমান অথবা তার চেয়ে সুবিধাজনক শর্ত ভোগ করতে পারে না৷ ব্রিটেনের কিছু মানুষের এ ব্যাপারে এখনও বিভ্রম আছে, বলে আমার ধারণা৷ ওরা নিজেদের সময় নষ্ট করছেন৷''

শনিবার ব্রাসেলসে ইইউ-র ব্রেক্সিট সংক্রান্ত শীর্ষ বৈঠকের আগে বৃহস্পতিবার ইইউ-এর মন্ত্রীবর্গ লুক্সেমবুর্গে মিলিত হন ও তাদের ঐক্য প্রদর্শন করেন৷ ইইউ-র বর্তমান সভাপতি দেশ মাল্টার উপপ্রধানমন্ত্রী লুইস গ্রেচ বলেন, ‘‘দৃশ্যত এই মুহূর্তে আমরা সব বিষয়ে পুরোপুরি ঐক্যবদ্ধ৷ স্বভাবতই আমাদের ইইউ-র স্বার্থ সুরক্ষিত করতে হবে৷''

‘‘আমরা এই ২৭টি দেশের মধ্যে ঐক্য ও আস্থার মনোভাব নিয়ে (ব্রেক্সিট সংক্রান্ত) আলাপ-আলোচনা পরিচালনা করব,'' বলেন গ্রেচ৷ ইউরোপীয় ইউনিয়নের মুখ্য ব্রেক্সিট মধ্যস্থ মিশেল বার্নিয়েরও বলেন, ‘‘আমরা ঐক্যবদ্ধ৷''

অ্যালিস্টেয়ার ওয়ালশ/এসি