1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেলিভিশন পর্দা ভেদ করে এগিয়ে আসবে ‘সিরিয়াল কিলার’

১৯ নভেম্বর ২০১০

টেলিভিশনের পর্দায় পছন্দের সিরিয়াল না দেখতে পেলে অনেকের ঘুমই হয় না৷ কিন্তু সেই সিরিয়াল যদি ত্রিমাত্রিক হতো, তাহলে কেমন হতো? এবার জাপানে দেখানো হবে এমনই এক ‘থ্রিডি’ সিরিয়াল৷

https://p.dw.com/p/QDiB
three-dimensional, Japanese, cartoon, character, 3-D, image, টেলিভিশন, ‘সিরিয়াল কিলার’
জাপানের জনপ্রিয় থ্রিডি কার্টুন চরিত্র (ফাইল ছবি)ছবি: AP

‘অবতার' ছবির বিশ্বজোড়া সাফল্যের পর চশমা পরে ত্রিমাত্রিক ছবি দেখার হিড়িক পড়েছে৷ হলিউডের অনেক ছবি তৈরি হচ্ছে এই ‘থ্রিডি' অভিজ্ঞতাকে ভিত্তি করেই৷ পর্দা ভেদ করে চশমা পরা দর্শকের নাকের ডগায় ছুটে আসছে গোলাগুলি, জলের বিন্দু যেন জামাকাপড় ভিজিয়ে দিচ্ছে – এমন অভিজ্ঞতা কাকে না মুগ্ধ করে!

শুধু সিনেমা হলের বড় পর্দা নয়, ‘থ্রিডি' অভিজ্ঞতা এখন পাওয়া যাচ্ছে বৈঠকখানায় বসেও৷ কিছু টেলিভিশন নির্মাতা ‘থ্রিডি' মডেল বাজারে ছেড়েছে, যার প্রযুক্তির সাহায্যে সাধারণ অনুষ্ঠানও ত্রিমাত্রিক সংস্করণে দেখা যায়৷ এবার জাপানের ‘স্কাই পারফেক্ট' কোম্পানি আগামী জানুয়ারি মাস থেকে ‘টোকিও কন্ট্রোল' নামের ১০ পর্বের এক সিরিয়াল প্রচার করতে চলেছে, যা পুরোপুরি ‘থ্রিডি' প্রযুক্তিতেই তৈরি৷ অর্থাৎ উপযুক্ত চশমা না পরলে ঝাপসা দেখাবে ছবি৷ ফুজি টেলিভিশনের ‘সিরিয়াল কিলার'রা এবার বৈঠকখানায় বসে উপভোগ করবেন এই অনুষ্ঠান৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য