1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেস্টে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার রান করলেন শচীন

১০ অক্টোবর ২০১০

রেকর্ডের বরপুত্র বলা হয় শচীন টেন্ডুলকারকে৷ আজও তিনি একটা রেকর্ড করলেন৷ সেটা টেস্ট ক্রিকেটে৷ প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার রান ছুঁয়ে ফেললেন তিনি৷

https://p.dw.com/p/PacS
শচীন টেন্ডুলকারছবি: AP

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাঙ্গালোর টেস্টের দ্বিতীয় দিনে ২৭ রান করেই ভারতের এই ব্যাটসম্যান করে ফেলেন ঐ রেকর্ড৷ দিন শেষে অপরাজিত আছেন ৪৪ রানে৷

রানের দিক দিয়ে টেস্ট ক্রিকেটে শচীনের পরে যে ব্যাটসম্যানের অবস্থান তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং৷ তবে শচীনের চেয়ে তাঁর সংগ্রহ প্রায় দুই হাজার রান কম৷

টেস্টের মতো ওয়ানডে ক্রিকেটেও প্রথম ব্যাটসম্যান হিসেবে শচীন ১৪ হাজার রান সংগ্রহ করেছেন৷ যেটা এখন ১৪-র ঘরে নেই৷ চলে গেছে ১৭-র ঘরে৷ নির্দিষ্ট করে বললে ১৭,৫৯৮ রান৷ এরপর যার অবস্থান তিনি শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া৷ তাঁর সংগ্রহ ১৩,৪২৮ রান৷ মানে পার্থক্য ৪,১৭০ রানের!

এবার আসি ব্যাঙ্গালোর টেস্টের কথায়৷ অস্ট্রেলিয়ার ৪৭৮ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ দুই উইকেটে ১২৮৷ অর্থাৎ অস্ট্রেলিয়ার চেয়ে পিছিয়ে ৩৫০ রানে৷ উইকেটে টেন্ডুলকারের সঙ্গে রয়েছেন মুরালি, ৪২ রানে৷

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক উইকেটের নাটকীয় জয় পেয়েছিল ভারত৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম