1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রটের সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকে ইংল্যান্ড

২৮ মে ২০১০

আজ শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে সবার নজর থাকবে ইংলিশ ব্যাটসম্যান জোনথন ট্রটের দিকে৷ কারণ প্রথম দিন দলের বিপর্যয় রুখে ১৭৫ রান করে এখনও নট আউট এই ব্যাটসম্যান৷

https://p.dw.com/p/Nb1i
ছবি: AP

তাই ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটিকে ডাবলে রুপ দিতে পারেন কিনা ট্রট সেটি দেখার জন্য সবাই অপেক্ষায়৷ এর আগে লর্ডসের ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ফিল্ডিং বেছে নেন৷ ইনিংসের শুরুতেই উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালিস্টার কুককে এলবিডব্লিউ করে ফেরত পাঠান পেসার শাহাদাত হোসেন৷ ইংল্যান্ডের রান তখন মাত্র সাত৷ যদিও রিপ্লেতে দেখা গেছে যে বলটি স্ট্যাম্পে লাগত না, কিন্তু আম্পায়ার কুককে আউট ঘোষণা করেন৷ যাই হোক ক্রিজে আসেন জোনাথন ট্রট৷ গত কয়েক মাস ধরে তাঁর ব্যাট থেকে রান না আসায় ইতিমধ্যে সমালোচকরা তাঁর দলে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন৷ কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রসকে সঙ্গে নিয়ে ১৮১ রান যোগ করেন তিনি৷ একই সঙ্গে ফর্মে ফেরারও আভাস দেন৷ ১৩৩ বলে সেঞ্চুরি পুরো করেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই ব্যাটসম্যান৷ এরপর সময় যত গিয়েছে ততই উইকেটে আরও থিতু হয়েছেন ট্রট৷ এর মধ্যে আউট হয়েছেন আরও তিন ব্যাটসম্যান৷ কিন্তু দিন শেষে ১৭৫ রান নিয়ে অপরাজিত থাকেন জোনাথন ট্রট৷ তাঁর ২৭০ বলের এই ইনিংসে চারের সংখ্যা ১৭টি৷ আজ ডাবল সেঞ্চুরি করতে না পারলেও তাঁর এই ইনিংস যে সমালোচকদের জন্য একটি বড় জবাব তা বলাই বাহুল্য৷ প্রথম দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাড়িয়েছে ৪ উইকেটে ৩৬২ রান৷ এদিকে ম্যাচে টিকে থাকতে হলে আজকেই ইংল্যান্ডকে বেশ তাড়াতাড়ি বেধে ফেলতে বাংলাদেশী বোলারদের৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সাগর সরওয়ার