‘ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন' | পাঠক ভাবনা | DW | 07.10.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন'

বাংলাদেশে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে আগে থেকেই মানুষের একটা প্রশ্ন ছিল যে, এটি আদৌ আন্তর্জাতিক মানের হবে কিনা? অবশেষে প্রমাণিত হলো যে প্রশ্নটির সত্যিই যথার্থ৷ এ কথা লিখেছেন মো: সোহেল রানা হৃদয়৷

ঢাকা সেনানিবাস, বাংলাদেশ থেকে তিনি লিখেছেন, ‘‘সুপ্রিয় বন্ধুরা, আমার ভালোবাসা ও শুভেচ্ছা নেবেন৷ আশা করি, সবাই ভালো আছেন৷ আমি এবং ক্লাবের সবাই ভালো আছি৷ আসলে, ট্রাইব্যুনালের প্রযুক্তির ব্যাপারে কর্তৃপক্ষ যখন এতটা উদাসীন, তখন সেই অবস্থায় বিচারকাজ কীভাবে পরিচালিত হচ্ছে, সেটা সহজেই অনুমেয়৷ যাই হোক, কেউ যে বিচারের ঊর্ধ্বে নয়, এটা সবারই জানা৷ কিন্তু পরিবেশটাকেও তো সেরকম সবার মন্তব্যের ঊর্ধ্বে রাখতে হবে! ‘ট্রাইব্যুনালের তথ্য-প্রযুক্তি নিরাপত্তা নিয়ে প্রশ্ন' – ডয়চে ভেলের এই প্রতিবেদনটি থেকে যা জানলাম, তাতে এই ট্রাইব্যুনালের নানা বিষয় নিয়ে প্রশ্ন তো উঠতেই পারে৷''​

‘পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ' – ‘‘আমাদের চারপাশের কল-কারখানার দূষিত বায়ু কার্বন ডাই-অক্সাইড নির্গমনে, স্বাস্থ্য সম্মত পরিবেশ সুরক্ষায় বেশি করে বৃক্ষরোপণ করা সকলের নৈতিক দায়িত্ব৷ বিশ্বে পরিবেশবিদরা প্রাকৃতিক বিপর্যয় নিয়ে উদ্বিগ্ন৷ বিভিন্ন প্রজাতির গাছ নিধনের কারণে বিশ্বে মরুময়তা লক্ষ্য করা যাচ্ছে৷ কিন্তু এর মধ্যেই আমাদের ভাবতে হবে আগামী প্রজন্মের কথা৷ ভবিষ্যতের দিনগুলিতে যেন সুন্দর, সুস্থ পরিবেশ পাই, সে জন্য সর্বস্তরের জনগণের যথাযথ উদ্যোগ নিতে হবে৷ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের মতো মহৎ কাজে এগিয়ে আসতে হবে সরকারের পাশাপাশি এনজিও সংগঠন এবং ক্লাবগুলিকে৷ জীবনের প্রতিটি মুহূর্তে যেন নির্ভেজাল শ্বাস-প্রশ্বাস নিতে পারি, এই আমার কামনা৷'' – এভাবেই লিখেছেন ডা. এস এম এ হান্নান, পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাব, পাবনা, বাংলাদেশ থেকে৷

‘‘অন্বেষণে আপনাদের সব আয়োজন আমাকে মুগ্ধ করেছে৷ তাই আর আপনাদের সঙ্গে যোগাযোগ না করে থাকতে পারলাম না৷'' লিখেছেন নতুন বন্ধু মো. শফিকুল ইসলাম রাজু, ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র, পীরগঞ্জ, রংপুর, বাংলাদেশ থেকে৷

- মতামত জানানোর জন্য সকলকে ধন্যবাদ!

সংকলন: দেবারতি গুহ

সম্পাদনা: সঞ্জীব বর্মন