1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম্প কী আসলে পাগল?

২২ আগস্ট ২০১৯

গ্রিনল্যান্ড কিনতে চেয়েছেন ডনাল্ড ট্রাম্প৷ তাতে অনেকেই অবাক৷ ডেনিশ প্রধানমন্ত্রী ট্রাম্পের প্রস্তাবকে ‘অবাস্তব' বলে উড়িয়ে দিয়েছেন৷ ট্রাম্পকে পাগলও বলছেন কেউ কেউ!

https://p.dw.com/p/3OKBt
Donald Trump
ছবি: picture-alliance/AP Photo/A. Brandon

‘ট্রাম্প পাগল হয়ে গেছেন'

ট্রাম্পের প্রস্তাবকে ‘অবাস্তব' বলে তা প্রত্যাখ্যান করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন৷ ডেনিশ পিপলস পার্টির মুখপাত্র বলেছেন, ‘‘তিনি যে পাগল হয়ে গেছেন এটা তার চূড়ান্ত প্রমাণ৷''

ট্রাম্পের প্রতিবাদ

ডেনিশ প্রধানমন্ত্রীর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে ডনাল্ড ট্রাম্প বলেছেন, ‘‘খুবই নোংরা কথা৷ বিশেষ করে আমার আমলে কেউ যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে এমন কথা বলতে পারে না৷''

ইতিহাস ট্রাম্পের পক্ষে

ট্রাম্প কিন্তু শুধু গ্রিনল্যান্ড কিনতে চাননি, ১০০ মিলিয়ন ডলার দামও হাঁকিয়েছেন৷ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কি এমন বিষয়ে শুধু কথার কথা বলতে পারেন? এমন বিষয়ে ঠাট্টা করতে পারেন যার কারণে রাষ্ট্রীয় সফর বাতিল হতে পারে? ইতিহাস তা বলে না৷

গ্রিনল্যান্ড কিনতে চাওয়া প্রথম মার্কিন প্রেসিডেন্ট নন ডনাল্ড ট্রাম্প৷ ১৯৪৬ সালে তখনকার মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানও ডেমার্কের অধীন দেশটিকে কিনতে চেয়েছিলেন৷ ট্রুম্যান তখন ঠিক ১০০ মিলিয়ন ডলার দিয়েই কিনতে চেয়েছিলেন ইউরোপের এই দেশটিকে৷ তাই ৭৩ বছর পরও ট্রাম্প কেন ১০০ মিলিয়নই বললেন তা নিয়ে প্রশ্ন উঠতে পারে, কিন্তু এমন প্রস্তাবের জন্য তাকে ‘পাগল' ভাবলে পুরো বিষয়টিকে আসলে হালকা করে দেখা হয়৷ জার্মানির হানোফারশে আলগেমাইনে সাইটুং তাই এক সম্পাদকীয়তে লিখেছে, ‘‘এই প্রেসিডেন্টের নির্মমতাকে খাটো করে দেখলে ভুল হবে৷''

গ্রিনল্যান্ড কিনে কী লাভ?

আর্কটিক অঞ্চলের দেশ গ্রিনল্যান্ড প্রাকৃতিক সম্পদে ভরপুর৷ বিশ্বের মোট ভূগর্ভস্থ তেলের শতকরা ১৩ ভাগ এবং মোট জীবাস্ম গ্যাসের ৩০ ভাগই রয়েছে আর্কটিক অঞ্চলে৷ তাছাড়া আয়তন অনুপাতে গ্রিনল্যান্ডের জনসংখ্যাও অনেক উন্নত দেশের তুলনায় খুব কম৷ ২১ লাখ বর্গ কিলোমিটারের চেয়েও বড় দেশ গ্রিনল্যান্ডের জনসংখ্যা মাত্র ৫৬ হাজার ৫০০৷ সুতরাং অব্যবহৃত জমিও অনেক৷ কিন্তু মুশকিল হলো, ২১ লাখ বর্গ কিলোমিটার ভূমির শতকরা ৭৫ ভাগই স্থায়ীভাবে বরফে ঢাকা৷ কিনতে চাইতেই পারেন, কিন্তু কিনে কী করবেন ট্রাম্প?

এসিবি/কেএম (এপি, ডিপিএ, বিবিসি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য