1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম্প-রাশিয়া প্রতিবেদন প্রকাশে সুপ্রিম কোর্টের বাধা

২১ মে ২০২০

প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের আঁতাতের অভিযোগ তদন্তের প্রতিবেদন আপাতত প্রকাশ না করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত৷ আদালতের এ নির্দেশে ট্রাম্প বিরোধীরা হতাশ৷

https://p.dw.com/p/3ca9c
ছবি: picture-alliance/S. Loeb

২০১৬ সালের নির্বাচনে 'ট্রাম্প টিম' ও রাশিয়ার মধ্যে অবৈধ যোগাযোগের অভিযোগ উঠেছিল৷ রাশিয়ার হ্যাকাররা ট্রাম্পের হয়ে কাজ করেছে এবং তার প্রভাব পড়েছে নির্বাচনের ফলাফলে- এমন অভিযোগও বিব্রতকর অবস্থায় ফেলেছিল ট্রাম্পকে৷ অভিযোগ থেকে মুক্তি পায়নি ট্রাম্প টিম, তবে এ নির্দেশের ফলে এ বছরের নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচন পর্যন্ত বড় ধরনের অস্বস্তি এড়ানোর সুযোগ পেয়ে যেতে পারেন ট্রাম্প৷ 

ট্রাম্প টিমের বিরুদ্ধে অভিযোগ ২২ মাস ধরে তদন্ত করে ২০১৯ সালের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার-এর কাছে প্রতিবেদন জমা দিয়েছিলেন রবার্ট ম্যুলার৷ এক মাস পর ৪৪৮ পৃষ্ঠার সেই প্রতিবেদনের কিছু অংশ বাদে বাকিটা প্রকাশ করা হয়৷

এফবিআইয়ের সাবেক প্রধান রবার্ট ম্যুলারের প্রতিবেদনের অপ্রকাশিত অংশ প্রকাশ করার দাবি জানিয়েছিল ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ৷ বুধবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক রায়ে তা প্রকাশ্যে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে৷ এর ফলে আপিল করার জন্য জুন পর্যন্ত সময় পেলো ট্রাম্প প্রশাসন৷ আপিল এবং আপিলের শুনানি হলে প্রতিবেদনের অপ্রকাশিত অংশ প্রকাশ নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচন পর্যন্ত ঠেকিয়ে দিতে পারে ট্রাম্প প্রশাসন৷

সুপ্রিম কোর্টের রায়ে ক্ষমতাসীন রিপাবলিকান দলের বিরোধী শিবির হতাশ৷ এক প্রতিক্রিয়ায় তীব্র হতাশা ব্যক্ত করেছেন স্পিকার ন্যান্সি পেলোসি৷

এসিবি/কেএম (রয়টার্স, এএসপি)