1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম-কিম বৈঠকের আগে সাংবাদিক বহিষ্কার

১১ জুন ২০১৮

মঙ্গলবারের ঐতিহাসিক বৈঠকের আগে দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরে নিরাপত্তার চরম কড়াকড়ি চলছে৷ মার্কিন প্রেসিডেন্ট ও উত্তর কোরীয় নেতার বৈঠক উপলক্ষে দেশটির কিছু অংশ বলতে গেলে অবরুদ্ধ করে রাখা হয়েছে৷

https://p.dw.com/p/2zJA9
Singapur vor Treffen Trump und Kim
ছবি: picture-alliance/NurPhoto

উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতের বাসায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দক্ষিণ কোরিয়ার কোরিয়ান ব্রডকাস্টিং সিস্টেম- কেবিএসের দুই সাংবাদিককে বহিষ্কার করেছে সিঙ্গাপুর৷ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে পুলিশ৷

পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায় ৩০০০ সাংবাদিক মঙ্গলবারের বৈঠকের তথ্য সংগ্রহ করতে সিঙ্গাপুরে অবস্থান করছেন৷

‘‘এই দুই সাংবাদিকের সিঙ্গাপুরে অবস্থানের অনুমতিপত্র বাতিল করা হয়েছে৷ জুনের ৯ তারিখে তাদের দক্ষিণ কোরিয়ায় ফেরত পাঠানো হয়েছে'', এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সিঙ্গাপুর পুলিশ৷

ঘটনার পর সাংবাদিকদের আবারও সতর্ক করে দিয়েছে সিঙ্গাপুর পুলিশ৷ আইন ভঙ্গ করা হলে তাৎক্ষণিকভাবে অনুমতিপত্র বাতিলের হুঁশিয়ারিও দিয়েছে তারা৷

স্বরাষ্ট্রমন্ত্রী কে শানমুগান সাংবাদিকদের জানিয়েছেন, বৈঠকের সাথে সম্পৃক্ত ব্যক্তি ছাড়া, অন্যদের সিঙ্গাপুরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না৷ একজন ব্যক্তি মোবাইল ফোনে ‘আত্মঘাতী বোমা' সার্চ করায় তাকেও সিঙ্গাপুরে প্রবেশ করতে না দেয়ার কথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী৷

ট্রাম্প-কিম বৈঠক সুষ্ঠুভাবে আয়োজন করতে ১২ দশমিক ৭ মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় ১২৭ কোটি টাকা খরচ হচ্ছে৷ এর বড় অংশই নিরাপত্তার পেছনে খরচ হচ্ছে বলে স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং৷

এডিকে/এসিবি(এএফপি, রয়টার্স)