1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রেন রক্ষাকারী দুই শিশুর ভিডিও ভাইরাল

২১ ডিসেম্বর ২০১৭

গত সোমবার রাজশাহীর বাঘায় লাল মাফলার দেখিয়ে ট্রেন থামিয়ে দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দেয় দুই শিশু৷ পরে তাদের নিয়ে বিভিন্ন টেলিভিশনে করা সংবাদের ভিডিও ভাইরাল হয় ইন্টারনেটে৷

https://p.dw.com/p/2piif
Proteste gegen Wahl in Bangladesh
ফাইল ফটোছবি: Getty Images/Afp/Munir uz ZAMAN

পরে ওই শিশু দু'টির বুদ্ধিমত্তায় বেঁচে যাওয়া ট্রেনের খবর প্রচার করে বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেল৷ চ্যানেল টোয়েন্টিফোর-এর ইউটিউব চ্যানেলে খবরটি প্রচারের ২৪ ঘণ্টার মধ্যে তা ৫০ হাজার বারেরও বেশি দেখা হয়৷ অন্যান্য টিভিরও ইউটিউব চ্যানেল থেকে এ সংক্রান্ত খবরের ভিডিও ইন্টারনেট জগতে ছড়িয়ে পড়ে অল্প সময়ের মধ্যেই৷

গত সোমবার বাঘার আড়ানী স্টেশনের কাছে ঝিনা রেলগেট এলাকায় ভাঙা ছিল রেললাইন জোড়া দেওয়া ফিস প্লেট৷ সেখান থেকে হেঁটে যাচ্ছিল ঝিনা গ্রামের ছয় ও সাত বছরের সিহাবুর রহমান ও টিটোন আলী৷ সেখানে তাদের চোখে পড়ে ভাঙা ফিস প্লেট; সামনে থেকে আসছিল একটি তেলবাহী ট্রেন৷

উপস্থিত বুদ্ধি খাটিয়ে এ সময়ে তারা দু'জনে রেললাইনের ওপর লাল মাফলার তুলে ধরে৷ তা দেখে ট্রেনটি থামিয়ে দেন চালক৷ বিষয়টি তাৎক্ষণিকভাবে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হলে এ লাইনে সব ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়৷ পরে ভাঙা ফিস প্লেট জোড়া দিয়ে আধ ঘণ্টার মধ্যে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়৷

পরে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল বিভাগের আয়োজনে সংবর্ধনা দেয়া হয় এই দুই শিশুকে৷ ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নগদ টাকা পুরস্কার দেওয়া হয় তাদের৷ এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দরিদ্র পরিবারের এই দুই শিশুর লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন৷ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে হিরোজ অফ আরানী হ্যাশ ট্যাগ দিয়ে তিনি লিখেছেন, ‘‘আমার নির্বাচনি এলাকায় আড়ানী রেল লাইনের পাশেই আবাস তাদের৷ তাদের সারা জীবনের শিক্ষার দায়িত্ব নিয়েছি৷''

এমএম/ডিজি