1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ডটকম’ এর ২৫ বছর পূর্তি

১৫ মার্চ ২০১০

ইন্টারনেটের জগৎ সোমবার এক যুগান্তকারী ঘটনা উদযাপন করছে৷ ‘ডটকম’ এর রজতজয়ন্তী৷ ইন্টারনেট ঠিকানা হিসেবে সবচেয়ে পরিচিত ডোমেইন নাম ‘ডটকম’ এর যাত্রা শুরু হয়েছিল এই ১৫ই মার্চ-এ, ১৯৮৫ সালে৷

https://p.dw.com/p/MTIi
ফাইল ছবিছবি: AP

পঁচিশ বছর আগের এই দিনটিতে ম্যাসাচুসেটস এর কেমব্রিজে সিমবেলিক কম্পিউটার্স নামে একটি কোম্পানি যখন ‘ডটকম' দিয়ে শেষ হওয়া প্রথম ইন্টারনেট ঠিকানাটি নিজেদের নামে নিবন্ধন করে তখনই শুরু এই অভাবনীয় ইতিহাসের৷ তখন কেউই কল্পনা করতে না পারলেও এখন প্রতিমাসে ‘ডটকম' ডোমেইনে যুক্ত হচ্ছে প্রায় ৬,৬৮,০০০ ইন্টারনেট ঠিকানা৷

‘ডটকম' প্রথম বছর অর্থাৎ ১৯৮৫ সালে মোট ছয়টি কোম্পানি এই ডোমেইনে নিজেদের নাম নিবন্ধন করেছিল৷ ধীরে ধীরে বাড়তে বাড়তে ইন্টারনেট ব্যবহারের জোয়ারের সময়ে ১৯৯৭ সালে ‘ডটকম' ঠিকানাধারী ইন্টারনেট সাইটের সংখ্যা ১০ লাখে পৌঁছায়৷

‘ডটকম' ডোমেইনের মালিকানা এবং দেখভালকারী কোম্পানি ‘ভেরিসাইন' এর প্রধান নির্বাহী মার্ক ম্যাকলাওগ্লিন বলেন, ‘‘এই জন্মদিন উদযাপন খুবই তাৎপর্যপূর্ণ৷ কেননা এটা ইন্টারনেটের জগৎ এবং ‘ডটকম' পুরো ইন্টারনেটের জগতে একটা খুবই গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে৷''

তিনি বলেন, ‘‘২৫ বছর আগে কেইবা চিন্তা করতে পেরেছিল ইন্টারনেট আজকের এই অবস্থানে পৌঁছুবে৷ এটা সত্যিই এক যুগান্তকারী ঘটনার উদযাপন৷''

বিশ্লেষকরা বলছেন, আশির দশকের শেষদিক থেকে শুরু করে পুরো নব্বই দশকজুড়ে ইন্টারনেটের বাণিজ্যিক ব্যবহারের মধ্য দিয়ে এই ‘ডটকম' ডোমেইন এবং একইসঙ্গে পুরো ইন্টারনেট ব্যবস্থার অগ্রযাত্রা চলতে থাকে৷ ১৯৮৫ থেকে ২০০০ সালের মধ্যে ২ কোটি ১০ লাখ ‘ডটকম' সাইট নিবন্ধন হয়৷ আর পরবর্তী দশ বছরে অর্থাৎ ২০০০ থেকে ২০১০ সালের মধ্যে এই ডোমেইনে নতুন যুক্ত হওয়া ইন্টারনেট সাইটের সংখ্যা ৫ কোটি ৭০ লাখ৷

‘ইনফরমেশন টেকনোলজি এন্ড ইনোভেশন ফাউন্ডেশন' (আইটিআইএফ) এর এক সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে, ইন্টারনেটের বাণিজ্যিক ব্যবহারে মোট আর্থিক মুনাফার পরিমাণ প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার৷ যা কি না ‘‘বিশ্বজুড়ে মোট ওষুধ বিক্রির চেয়ে বেশি৷ নবায়নযোগ্য জ্বালানি খাতের বিশ্ব বিনিয়োগ কিংবা গবেষণা ও উন্নয়ন খাতে সব দেশের সরকারগুলোর মোট বিনিয়োগের চেয়েও বেশি৷''

প্রতিবেদক : মুনীর উদ্দিন আহমেদ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক