1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ডট এক্সএক্সএক্স’ - ইন্টারনেটের নতুন ডোমেইন

১৯ মার্চ ২০১১

তিনটি এক্স মানে থ্রি এক্স৷ অর্থাৎ বোঝাই যাচ্ছে কী ধরনের ওয়েবসাইটের ঠিকানা হবে এই ডোমেইনে৷ ইন্টারনেটের পর্যবেক্ষক সংস্থা আইসিএএনএন শুক্রবার নতুন এই ডোমেইন নামের অনুমোদন দিয়েছে৷

https://p.dw.com/p/10cX5
ছবি: dpa

এর ফলে যৌনতায় পরিপূর্ণ ওয়েবসাইটের হাত থেকে শিশুদের রক্ষা সহজ হবে বলে মনে করছে সংস্থাটি৷ এছাড়া ভাইরাস ও ক্রেডিট কার্ড প্রতারণার হাত থেকেও ব্যবহারকারীদের রক্ষা করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্টুয়ার্ট ললে৷ তিনি ‘ফ্লোরিডা' কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা৷ নতুন ডোমেইনের নিবন্ধন কাজ নিয়ন্ত্রণের দায়িত্ব দেয়া হয়েছে এই কোম্পানিকে৷

ললে বলছেন ইতিমধ্যে তাঁর কোম্পানি প্রায় দুই লক্ষ আবেদন পেয়েছে৷

এসব আবেদনের অনুমোদন দেয়ার আগে ওয়েবসাইটগুলো কোনো ধরনের প্রতারণার কাজে জড়িত কিনা এবং সেগুলোতে এমন কোনো কোড ব্যবহার করা হয়েছে কিনা, যেটার কারণে ব্যবহারকারীদের কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হতে পারে, এই বিষয়গুলো পরীক্ষা করে দেখা হবে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সন্পাদনা: হোসাইন আব্দুল হাই