1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডাক্তারদের কাছ থেকে আরও তথ্য চান জার্মান রোগীরা

১৭ জুন ২০১০

জার্মানরা তাঁদের চিকিত্সকদের ভাল সার্টিফিকেট দিয়েছেন৷ তাঁরা তাঁদের ডাক্তারদের চিকিত্সায় অত্যন্ত খুশি৷ তবে তাঁরা আরও বেশি তথ্য চান ডাক্তারদের কাছ থেকে৷ বুধবার বার্লিনে প্রকাশিত এক সমীক্ষার ফলাফল থেকে এ কথা জানা গেছে৷

https://p.dw.com/p/Nsr6
রোগীরা আরও বেশি তথ্য চান ডাক্তারদের কাছ থেকেছবি: picture alliance/dpa

সমীক্ষার ফলাফল থেকে জানা গেছে যে, শতকরা ৯৫ শতাংশ মানুষ তাঁদের চিকিত্সকদের কাজে খুবই খুশি৷ তবে তাঁরা তাঁদের কাছ থেকে চিকিত্সা সংক্রান্ত আরও বেশি তথ্য লাভে আগ্রহী৷ তাঁরা চান, তাঁদের অসুখবিসুখ নিয়ে ডাক্তাররা তাঁদের সঙ্গে যেন আরও বেশি কথা বলেন এবং চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নিতে তাঁদের সাথে আরো বেশি পরামর্শ করেন৷ চিকিত্সকদের চিকিত্সায় রোগীরা খুশি কিনা – এ বিষয়ে প্রতিনিধিত্বমূলক এক সমীক্ষার ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে৷ স্বাস্থ্য ব্যবস্থার সুযোগ গ্রহণ ও দক্ষতা সম্পর্কে ‘সাইন্টিফিক ইন্সটিটিউট অফ টেশনিকার ক্রাংকানেকাসে' এই সমীক্ষার ফলাফল প্রকাশ করে বার্লিনে৷

সমীক্ষার ফলাফল থেকে জানা গেছে, প্রতি পাঁচ জনের মধ্যে একজন তাঁদের ডাক্তারদের কাছ থেকে তাঁদের রোগ সম্পর্কে যথেষ্ট তথ্য পান না এবং সিদ্ধান্ত নেয়ার সময় চিকিত্সকরা তাঁদের সঙ্গে তেমন আলাপ আলোচনা করেন না৷ চিকিত্সার সফলতা নির্ভর করে চিকিত্সকের থেরাপি সম্পর্কে রোগীদের প্রতিক্রিয়ার ওপর৷

স্বাস্থ্য বিমা প্রতিষ্ঠান ‘টিকে'এর চেয়ারম্যান প্রফেসার ডক্টর নরবার্ট ক্লুজেন এর মতে, স্বাস্থ্যের যত্ন নিতে হবে বেশি করে রোগীদের নিজেদেরই৷ কিন্তু সমীক্ষার ফলাফল থেকে দেখা গেছে যে, জার্মানিতে বয়স্ক প্রতি তিন জনের মধ্যে একজন তাঁর স্বাস্থ্যের দায়িত্ব নিজের চেয়ে অন্যের কাছে দিতে আগ্রহী৷ প্রায় তিন জনের মধ্যে একজন আবার একে ভাগ্য বা দুর্ভাগ্যের ওপর ছেড়ে দেন৷

সমীক্ষা থেকে আরও জানা গেছে যে, প্রতি দুই জনের মধ্যে প্রায় একজন গত চার সপ্তাহের মধ্যে ডাক্তারের কাছে গিয়েছেন চিকিত্সার জন্য৷ স্বাস্থ্য বিমা রয়েছে – এমন দশ জনের মধ্যে নয় জন গত ছয় মাসে ডাক্তারের কাছে গিয়েছেন পরামর্শের জন্য৷

প্রতিবেদন : আবদুস সাত্তার

সম্পাদনা : সঞ্জীব বর্মন