ডাচ এমপি ইসলাম ধর্ম গ্রহণ করায় পাঠকদের অনেকেই খুশি | পাঠক ভাবনা | DW | 06.02.2019
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ডাচ এমপি ইসলাম ধর্ম গ্রহণ করায় পাঠকদের অনেকেই খুশি

সাবেক উগ্র ডানপন্থি ডাচ এমপি ইসলাম ধর্ম গ্রহণ করায় অনেক পাঠকই খুব খুশি আর সে-কথাই তাঁরা ডয়চে ভেলের ফেসবুক পাতায় জানিয়েছেন৷ তবে ভিন্নমতও রয়েছে৷

পবিত্র কোরানের অর্থ বুঝতে পারলে কেউ ইসলাম ধর্মের বিরোধিতা করতে পারবে না বলে মনে করেন ডয়চে ভেলের পাঠক আবদুল হামিদ৷ 

তবে পাঠক মুহাম্মদ সাহাব ফেসবুক পাতায় তাঁর মতামত লিখেছেন এভাবে, ‘‘ আজ পর্যন্ত যারাই কোরানের ভুল খুঁজতে গেছে, শেষ পযন্ত নিজের ভুল ধরা পড়ে মুসলিম হয়েছে!''
পাঠক শাহাদাত হোসেন মনে করেন, ইসলাম সম্পর্কে ধারণা না থাকার কারণে মানুষ ইসলামের বিরোধিতা করে৷ তাঁর ভাষায়, ‘‘ দেখা যায় যে, যাঁরাই ইসলাম নিয়ে একটু গবেষণা করেছে,  তাঁদের অধিকাংশই ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেওয়ার সৌভাগ্য অর্জন করেছে৷''

ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা, এক ধর্মের ভাই অন্য ধর্মের ভাই-কে গালাগাল করা কোনো ধর্মেই সমর্থন করে না৷ পাঠক কামাল হাসান মারুফ মনে করেন,  ইসলামের সমালোচনা করার আগে ইসলাম সম্পর্কে পড়ালেখা করা উচিত৷

পাঠক রাকীব চৌধুরী, সন্দীপ মন্ডল , মেহেদি হাসান, নাসির হোসেন, আশরাফ গোসেন, বেলাল হোসেন শফিক, গাজি তৌহিদ, সাহাব উদ্দীন, আবরার সাদী, হোসেন মোহাম্মদ সায়েম, মাসুম আহমেদসহ অনেকেই ডয়চে ভেলেডাচ এমপি ইয়োরাম ফন ক্লাভেরেনের ইসলাম গ্রহণের খবর প্রকাশ করায় খুশি হয়েছেন

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রত্তী

নির্বাচিত প্রতিবেদন