1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডাব্লিউটিএ-এর তালিকানুযায়ী সেরিনা উইলিয়ামসই নম্বর ওয়ান

২৮ এপ্রিল ২০১০

পুরো নাম সেরিনা জেমিকা উইলিয়ামস৷ মেয়ে টেনিস খেলোয়াড়দের তালিকায় এই মার্কিন টেনিস তারকার স্থান এখন প্রথমে৷

https://p.dw.com/p/N8rO
মেয়েদের টেনিসে সেরিনা উইলিয়ামস এখন শীর্ষেছবি: AP

উইমেন্স টেনিস অ্যাসোশিয়েশন (ডাব্লিউটিএ)-এর একেবারে সাম্প্রতিক তালিকানুযায়ী বিশ্বের প্রথম দশজন মেয়ে টেনিস খেলোয়াড়ের মধ্যে সেরিনার স্থান এখন এক নম্বরে৷ তিনি অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন'এর সিঙ্গলস ও মেয়েদের ডাবলস' এবং ইউএস ওপেন'এর ডাবলস'এও বর্তমান চ্যাম্পিয়ন৷ সব মিলে তিনি জয় করেছেন ২৩টি গ্র্যান্ড স্লাম৷ একই সঙ্গে সেরিনা অলিম্পিক গোল্ড মেডেল জয় করেছেন দুই দুইবার৷ এছাড়া মেয়ে অ্যাথলেটদের মধ্যে তাঁর চেয়ে বেশি অর্থ আর কেউ পায়নি৷

১৭ বছর বয়সে ইউএস ওপেনে সেরিনার প্রথম গ্র্যান্ড স্ল্যাম৷ সেটা ছিল ১৯৯৯ সাল৷ ঐ বছরেই একাধিক টুর্নামেন্ট জেতেন তিনি৷ এবং ডাব্লিউটিএ’র বিশ্ব ব়্যাংকিং’এ তিনি প্রথম সেরা দশজনের মধ্যে চলে আসেন৷ ২০০২ সালের জুলাই মাসে তিনি প্রথম বিশ্বের এক নম্বর নারী টেনিস খেলোয়ার হিসেবে স্বীকৃতি পান৷ ২০০৩ সালে চোট পেয়ে টেনিস ক্যারিয়ারে বিরতি নিতে হয় সেরিনাকে৷ ফিরে আসেন আবার ২০০৪ সালে৷ ২০০৫'এই আবার অস্ট্রেলিয়ান ওপেনে গ্র্যান্ড স্ল্যাম ছিনিয়ে নেন তিনি৷ ২০১০ সালে পঞ্চমবারের মত জয় করেন তিনি অস্ট্রেলিয়ান ওপেন৷

উইমেনস টেনিস এসোশিয়েশন (ডাব্লিউটিএ)-এর তালিকানুযায়ী সেরিনা উইলিয়ামস মোট ৭,৯৪৬ পয়েন্ট নিয়ে রয়েছেন এক নম্বর স্থানে৷ আর তাঁর পরের স্থানে আছেন ডেনমার্কের ক্যারোলিনে ভৎসনিয়াকি৷ তাঁর পয়েন্ট সংখ্যা ৬,২৫৫৷ রাশিয়ার ডিনারা সাফিনার স্থান তিন নম্বরে৷ তাঁর ভাগে পয়েন্ট রয়েছে ৬,১৫০৷

প্রতিবেদক : আসফারা হক

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক