1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডিএনসিসি নির্বাচনে আ. লীগ-বিএনপির প্রার্থী চূড়ান্ত?

হারুন উর রশীদ স্বপন
২৫ ডিসেম্বর ২০১৭

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আতিকুল ইসলাম ও বিএনপির প্রার্থী হিসেবে তাবিথ আউয়ালের নাম এখন আলোচনায়৷ তবে কাউকেই প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দল দু'টি৷

https://p.dw.com/p/2pvij
Rikschafahrer Dhaka Archivbild 2012
ছবি: picture-alliance/dpa

৩০ নভেম্বর আনিসুল হক মারা যাওয়ার পর, নিয়ম অনুযায়ী ডিএনসিসি মেয়র পদটি শূন্য ঘোষণা করা হয়৷ নির্বাচন কমিশন জানিয়েছে, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে মেয়র পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আর নির্বাচন হবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে৷ তাই এখন মেয়র পদে বড় দুই রাজনৈতিক দলের প্রার্থী কারা হচ্ছেন, তা নিয়ে নানা আলোচনা এবং খবর জানা যাচ্ছে৷

আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ব্যবসায়ী নেতা এবং পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ-র সাবেক সভাপতি আতিকুল ইসলামের নাম উঠে এসেছে৷ আতিকুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমি সরকারে উচ্চ পর্যায় থেকে নির্দেশনা পেয়েছি৷ আর সেই নির্দেশনা অনুযায়ী নির্বাচনের মাঠে নেমে গেছি৷ উচ্চ পর্যায় থেকে আমাকে মেয়র নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে৷ আমি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি৷''

Atiqul Islam - MP3-Stereo

এ নিয়ে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সঙ্গে কথা বা দেখা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‘আমি তো সর্বোচ্চ পর্যায় থেকে সিগন্যাল পেয়েছি৷ প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা হয়েছে৷''

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমি যদি আওয়ামী লীগের মনোনয়নে মেয়র পদে নির্বাচিত হই, তাহলে আমার প্রধান কাজ হবে প্রয়াত মেয়র আনিসুল হকের স্বপ্ন বাস্তবায়ন করা৷ তিনি যেরকম একটি আধুনিক নগরীর স্বপ্ন দেখেছিলেন ,আমিও সেরকম একটি আধুনিক নগরী গড়ে তুলতে চাই৷''

এদিকে আওয়ামী লীগ সূত্র জানায়, আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও আওয়ামী লীগ থেকে মেয়র পদে আতিকুল ইসলামের মনোনয়ন প্রায় চূড়ান্ত৷ আওয়ামী লীগ চায় ঢাকা উত্তরের মেয়র হিসেবে আনিসুল হকের মতো ‘ক্লিন ইমেজ'-এর একজন ব্যবসায়ী নেতাকে প্রার্থী করতে৷

সেদিক দিয়ে আতিকুল ইসলামকে যোগ্য প্রার্থীই মনে করে আওয়ামী লীগ৷ জানা গেছে, শনিবার গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠকে ডিএনসিসি নির্বাচন নিয়ে আলোচনায় অনেকের মধ্যে আতিকুল ইসলামের নাম উঠে আসে৷ বৈঠকের এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আতিকুল ইসলামকে নিয়ে এগোনো যায় কিনা নেতাদের কাছে জানতে চান৷

অন্যদিকে বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর বড় ছেলে তাবিথ আউয়াল এবারো ঢাকা উত্তরের মেয়র পদের প্রার্থী হচ্ছেন বিএনপি থেকে৷

Samsuzzaman Dudu - MP3-Stereo

২০১৫ সালে ঢাকা উত্তর সিটির নির্বাচনে তাবিথ আউয়াল প্রয়াত মেয়র আনিসুল হকের প্রতিদ্বন্দ্বী ছিলেন৷ তিনি প্রায় তিন লাখ ভোট পান৷ যদিও ভোট শুরুর তিন ঘণ্টার মাথায় নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল বিএনপি

বর্তমানে ব্যবসায়িক কাজে সুইডেনে অবস্থানরত তাবিথ আউয়াল দেশে ফিরে এ নিয়ে ২৮ ডিসেম্বরের পর কথা বলবেন বলেন বলে ডয়চে ভেলেকে টেলিফোন ক্ষুদে বার্তায় জানান৷ তবে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ডয়চে ভেলেকে বলেন, ‘‘গত নির্বাচনে তাবিথ আউয়াল বিএনপির মেয়র প্রার্থী ছিলেন৷ এবারও বিএনপি তাঁকে প্রার্থী হিসেবে বিবেচনা করছে৷ যে ক'জন প্রার্থী হতে চান, তাঁদের মধ্যে তাবিথ আউয়ালকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বিএনপি৷''

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘বিএনপি তাবিথকে মনোনয়ন দিলে তিনি মেয়র পদে নির্বাচন করতে সম্মত আছেন বলে জানিয়েছেন৷''

বিএনপি সূত্র জানায়, ‘‘তারাও তাবিথকে ‘ক্লিন ইমেজ'-এর প্রার্থী মনে করেন৷ তাছাড়া তিনি  ব্যবসায়ী পরিবারের সন্তান৷''

প্রসঙ্গত, ডিএনসিসিতে নতুন যুক্ত হওয়া ১৮টি ও সংরক্ষিত ৬টি ওয়ার্ডে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) যুক্ত হওয়া সমান সংখ্যক ওয়ার্ডের নির্বাচনও একই সময়ে অনুষ্ঠিত হবে৷