1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডিক্যাপ্রিওর কাছ থেকে একশ হাত দূরে থাকার নির্দেশ

২৮ আগস্ট ২০১০

কারো ওপর যখন আমরা খুব বিরক্ত হই তখন কি বলি? আমার কাছ থেকে একশ হাত দুরে থাকো৷ কিন্তু আদালত যদি কাউকে এমন নির্দেশ দেয়, তখন ব্যপারটা কেমন দাঁড়ায় বলুন দেখি? লসএঞ্জেলেসের একটি আদালত এবার তেমন রায় দিল৷

https://p.dw.com/p/OyFS
Leonardo DiCaprio In Shutter Island
শাটার আইল্যান্ড ছবিতে ডিক্যাপ্রিওছবি: 2010 Concorde Filmverleih GmbH

ঘটনাটা হচ্ছে, হলিউডের হার্টথ্রব অভিনেতা লিওনার্ডো ডিক্যাপ্রিওকে নিয়ে৷ গত কয়েকদিন ধরেই লিভিয়া বিস্ত্রিসিনু নামে এক মহিলা তাঁকে বেশ ত্যক্ত বিরক্ত করছে৷ হঠাৎ করে উদয় হওয়া এই নারী দাবি করেছেন, ডিক্যাপ্রিও নাকি তাঁর স্বামী৷ কেবল তাই নয় তাঁর বাচ্চা ছেলে জিসাসের পিতাও নাকি ডিক্যাপ্রিও৷ অবশ্য তারকাদের জীবনে এই ধরণের ঘটনা নতুন কিছু নয়৷ যাই হোক লিভিয়া এর মধ্যে ডিক্যাপ্রিওকে বেশ কিছু চিঠিও লিখেছেন৷ তাতে তিনি লিখেছেন, তুমি কি সত্যিই আমার সাথে থাকতে চাও৷ আমার জিসাসের জন্য এখন সত্যিকার একজন বাবার প্রয়োজন৷

এসব চিঠি পেয়ে ইতিমধ্যে বেশ বিরক্ত ৩৫ বছর বয়সী অভিনেতা ডিক্যাপ্রিও৷ উপায় না পেয়ে শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হয়েছেন তিনি৷ এসব চিঠিও জমা দিয়েছেন তিনি আদালতের কাছে৷ আদালত লিভিয়ার দাবির কোন সত্যতা এখনও পায়নি৷ তাই তাঁকে নির্দেশ দিয়েছে তিনি যেন ডিক্যাপ্রিওর কাছ থেকে অন্তত একশ গজ দূরে অবস্থান করেন৷ আদালতের এই আদেশের পর হয়তো কিছুটা হাফ ছেড়ে বাঁচবেন টাইটানিক তারকা৷ এদিকে বক্স অফিসের সাড়া জাগানো ছবি ইন্সেপশন এর পর এবার হলিউড কিংবদন্তী ক্লিন্ট ইস্টউডের পরিচালিত ছবিতে আসছেন ডিক্যাপ্রিও৷ সেখানে তিনি অভিনয় করছেন সাবেক এফবিআই পরিচালক জে এডগার হুভারের চরিত্রে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক