ডিডাব্লিউ-র ফেসবুক পাতা থেকে বন্ধুদের মন্তব্য | পাঠক ভাবনা | DW | 24.09.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ডিডাব্লিউ-র ফেসবুক পাতা থেকে বন্ধুদের মন্তব্য

আজকের ‘ব্লগওয়াচ’-কে কেন্দ্র করে ফেসবুকে আমাদের প্রশ্ন ছিল – ‘‘ছাত্রলীগ দেখি ঘরের খাইয়া নিজের কাম ফালাইয়া কেবল গণজাগরণ মঞ্চ আর ইমরানের চরিত্রহনন কইরা বেড়ায়৷ কেন? ইমরান বেইমানি করছে? কার সাথে করছে?’’

Bangladesch die Bewegung in Dhaka

ফাইল ফটো

উত্তরে মো. সিহাবের মন্তব্য: ‘‘আমরা চাই ছাত্রলীগের অতীত ফিরে আসুক৷ #জয়-বাংলার-লোক৷''

আরেক বন্ধু মো. সামসুদদোহা তাপস লিখেছে, ‘‘উপকারির অপকার করে যে= ছাত্রলীগ৷''

‘‘রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রাজনৈতিক নিয়োগ নিয়ে বিব্রত সরকার'' – ফেসবুকে এই প্রতিবেদনটিকে কেন্দ্র করে প্রশ্ন ছিল: কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে অসাধু, অদক্ষ এবং সুবিধাবাদী পরিচালকদের অপসারণের জন্য সরকারকে অনুরোধ জানিয়েছেন৷ আপনার কি মনে হয়, সরকার কি এই অনুরোধ রাখবেন?

প্রশ্নটির উত্তর দিয়েছেন অনেকেই৷ তাঁদের মধ্যে সুমন চোকদার লিখেছেন, ‘‘রাখবে, কারণ নিজেদের লোককে চাকরি দেওয়ার, এটা একটা ভালো সুযোগ৷''

অন্যদিকে, মোশিউল নাহিদের মন্তব্য: ‘‘নো, নেভার''৷

মো. আলামিন জানিয়েছেন, ‘‘আমার মনে হয় না৷'' তাঁর কথায়, ‘‘সরকার তো এ কথা রাখার ক্ষমতা রাখে না: কারণ সে নিজেই অবৈধ৷''

মো. মামুন লিখেছেন, ‘‘সরকার এটা রাখবে না৷ কারণ সরকার চায় আমাদের এই সোনার দেশটা ‘করাপশনে' ভরে যাক৷''

- বন্ধুরা, আমাদের ফেসবুক পাতায় এ মন্তব্যগুলোর জন্য ধন্যবাদ৷ তবে অনেকেই কিন্তু নিজস্ব মতামত না জানিয়ে বা বিষয়ভিত্তিক কিছু না লিখে নানা ধরণের বিজ্ঞাপন ‘পোস্ট' করছেন৷ তাঁদের কাছে আমাদের অনুরোধ, মন্তব্যের ঘরে শুধু আপনাদের সুচিন্তিত মতামতই দিন৷

ডয়চে ভেলে বাংলা বিভাগ

নির্বাচিত প্রতিবেদন