1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডেনমার্কে নেকাব নিষিদ্ধ

১ জুন ২০১৮

ডেনমার্কের সংসদে জনসমক্ষে মুখ ঢেকে চলা বা নেকাব ব্যবহার নিষিদ্ধের আইন পাস হয়েছে৷ নেকাব ইসলামিক পোশাক হিসেবে বহুল পরিচিত হলেও ডেনমার্কের সরকার বলছে, কোনো ধর্মকে উদ্দেশ্য করে এ আইন তৈরি হয়নি৷

https://p.dw.com/p/2ymqN
Religiöse Kopfbedeckung Niqab Nikab
ছবি: Getty Images/F. Senna

বৃহস্পতিবার অন্য বেশ কয়েকটি ইউরোপীয় দেশের মতো ডেনমার্কের সংসদেও এ সংক্রান্ত আইন পাস হয়৷ ইউরোপের ‘ইসলামোফোবিয়া' নিয়ে দিন দিন যে উদ্বেগ বাড়ছে, তারই প্রেক্ষিতে ডেনমার্ক এ আইন পাস করলো৷

কট্টরপন্থি মুসলিম হিসেবে পরিচিতদের একটি বড় অংশ নারীদের জনসমক্ষে মুখ ঢেকে রাখাকে শরিয়া বা ইসলামিক আইনের অবশ্য পালনীয় অংশ হিসেবে মনে করেন৷

ডেনমার্কের সংসদে আইনটি পাসে ভোট পরে ৭৫টি৷ ৩০টি ভোট পরে নেকাবের পক্ষে৷ তবে পাস হওয়া আইন অনুযায়ী, নেকাবের পাশাপাশি মুখ, ঘাড় ও মাথা ঢেকে রাখার টুপি ‘ব্লালাকাভা', স্কি মাস্ক, মুখের মাস্ক এভং নকল দাঁড়ি পরাও নিষিদ্ধ করা হয়েছে৷

তবে শরীর সুরক্ষার পোশাক এই আইনে নিষিদ্ধের তালিকায় নেই৷ যেমন বায়ু দূষণ বা অন্যান্য কিছু থেকে সুরক্ষাকারী মাস্ক, শীতকালীন মুখ ঢাকা বা মাথা ঢাকার পোশাক, মোটর সাইকেলের হেলমেট এবং বিভিন্ন উৎসব বা হ্যালোইনে ব্যবহার করা মাস্ক৷

প্রথমবার আইনভঙ্গকারীকে ১ হাজার ক্রোনার বা ১৩৪ ইউরো (প্রায় ১৩ হাজার টাকা) জরিমানার বিধান রেখে আইন করেছে ডেনিশ সংসদ৷ এরপর আইন ভঙ্গ করলে ১০ হাজার ক্রোনার পর্যন্ত জরিমানা এবং ছয় মাস কারাদণ্ডের বিধান রাখা হয়েছে৷

২০১১ সালে ফ্রান্স প্রথম দেশ হিসেবে নেকাব নিষিদ্ধ করে৷ এরপর বেলজিয়াম, বুলগেরিয়া এবং সুইজারল্যোন্ডে তা নিষিদ্ধ করা হয়৷ নেদারল্যান্ডসে সরকারি দপ্তরগুলোতেও নেকাব নিষিদ্ধ করা হয়েছে৷

গত এপ্রিলে জার্মানিতে সীমিত আকারে নেকাবে নিষেধাজ্ঞা চালু হয়৷ দেশটির সরকারি কমর্কর্তা এবং সেনা কর্মকর্তাদের জন্য নেকাব ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে৷

এইচআই/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য