1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডেনমার্কে হেরোইন ক্লিনিক

৭ মার্চ ২০১০

বিগত কয়েক বছরের বিতর্কের পর ডেনমার্ক সম্প্রতি তার প্রথম একটি ক্লিনিক চালু করলো যেখানে অবাধে হেরোইন বিতরণ করা হবে ঐসব ব্যক্তির মাঝে যারা এতে ব্যাপকভাবে মাদকাসক্ত৷ তবে মেডিকেল তত্ত্বাবধানে৷

https://p.dw.com/p/MMU5
ফাইল ফটোছবি: AP

স্ক্যান্ডিনেভীয় এই দেশটি এ ক্ষেত্রে যোগ দিল আরো কিছু দেশের সঙ্গে-যেমন সুইজারল্যান্ড, হল্যান্ড ও জার্মানি৷ এই দেশগুলোর মত ডেনমার্কেও হেরোইনের জন্য ডাক্তারের প্রেসক্রিপশন প্রয়োজন হবে৷

ডেনমার্কের ক্লিনিকটি মাত্র একশ কুড়ি জন অতি মাদকাসক্তকে সাহায্য সহযোগিতা করবে৷ এটা হল দেশটির সমস্ত মাদকাসক্তের প্রায় এক শতাংশ মাত্র৷ ক্লিনিকটির প্রধান ডাক্তার ইঙ্গার নিলসেন ফরাসী বার্তা প্রতিষ্ঠান এএফপিকে বলেন, আমাদের কর্মসূচির লক্ষ্য হল হেরোইন আসক্তাদের পরিষ্কার হেরোইন সরবরাহ করা৷ তিনি বলেন, শুধুমাত্র ঐসব মাদকাসক্তকে এই কর্মসূচিতে অংশ গ্রহণ করতে দেয়া হবে-যাদেরকে চিকিৎসার জন্য মেথাডোন কেন্দ্র পরামর্শ দেবে এবং যারা স্বেচ্ছায় ক্লিনিকে আসার অনুরোধ করবে৷ তাদেরকে মেথাডোনের সাহায্যে চিকিৎসা করা হবে প্রথম চৌদ্দ দিন ৷ তারপর আমরা নির্ধারণ করতে পারব কতটুকু হেরোইনের জন্য তাদেরকে প্রেসক্রিপশন দেয়া হবে৷ ডেনমার্কের পার্লামেন্ট দু হাজার আট সালে মেডিসিনাল হেরোইন বিতরণকে আইনগত বৈধতা দান করে একটি আইন পাশ করে৷

মাদকাসক্তদের প্রতিনিধিত্বকারী একটি গোষ্ঠী ইউজার অ্যাসোসিয়েশন ক্লিনিকটির সমালোচনা করেছে৷ কারণ হিসেবে বলা হয়েছে, রোগীদের দিনে দুবার ক্লিনিকে যেতে হবে৷ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইয়র্গেন কায়ের সাংবাদিকদের বলেন, এর অর্থ হল আমরা চাকরী করতে পারবো না, পড়ালেখা করতে পারবো না এবং আমাদের কোন হবি থাকা চলবে না৷

এদিকে, জাতিসংঘের মাদক নিয়ন্ত্রণ বিষয়ক পরিষদের এক রিপোর্টে বলা হয়েছে, মাদক অপরাধ তৎপরতা এশিয়া, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ানের সমস্ত রাষ্ট্রের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে৷ এই অবৈধ ব্যবসার কারণে বড় বড় অপরাধ বেড়ে চলেছে, বেড়ে চলেছে সংগঠিত অপরাধ তৎপরতা, বিস্তার ঘটছে দুর্নীতির৷ তবে রিপোর্টের মতে, বিশ্বব্যাপী সবচেয়ে বেশি হেরোইন উৎপাদিত হয় আফগানিস্তানে এবং সারা বিশ্বে এতে আসক্ত হচ্ছে বিপুল সংখ্যক মানুষ৷ আসক্ত হচ্ছে অনেকে ডেনমার্কেও৷ আর এই আসক্তাদের জন্যই ডেনমার্কে চালু করা হল হেরোইন ক্লিনিক৷

প্রতিবেদক: আবদুস সাত্তার

সম্পাদনা: আরাফাতুল ইসলাম