1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় বিজ্ঞান কংগ্রেস

আরাফাতুল ইসলাম৩০ আগস্ট ২০১৪

ঢাকায় আয়োজিত শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসে ওড়ানো হয়েছে মনুষ্যবিহীন বিমান ড্রোন৷ আকারে ছোট এই উড়োযান দেখে বিস্ময়ের সীমা ছিল না শিশু-কিশোরদের৷ আয়োজকরাও প্রকাশ করেছেন সন্তুষ্টি৷

https://p.dw.com/p/1D3kp
Standbild DW Video Kamera-Drohnen für Jedermann
ফাইল ফটোছবি: DW

ঢাকার আগারগাঁওয়ে শুক্রবার শুরু হয় দু'দিনব্যাপী ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৪'৷ দ্বিতীয়বারের মতো আয়োজিত এই আসরে গত বছরের চেয়ে চারগুণ বেশি সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন ‘জিরো টু ইনফিনিটি' ম্যাগাজিনের সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘শিশু-কিশোররা বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে কংগ্রেসে অংশ নিচ্ছে৷ বিজ্ঞান বিষয়ক বিভিন্ন নিবন্ধের পাশাপাশি তারা বিভিন্ন পোস্টার এবং বিজ্ঞান প্রকল্পও উপস্থাপন করছে৷''

শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস দীর্ঘ পরিশ্রমের ফসল বলে মনে করেন মাহমুদ৷ এই আয়োজনের আগে আয়োজকরা বাংলাদেশের ৬৪টি জেলাতে কর্মশালা করেছেন৷ আয়োজন করা হয়েছে একাধিক সামার ক্যাম্পও৷ কার্যত গোটা দেশে বিজ্ঞান জনপ্রিয় করতে এত উদ্যোগ তাদের৷

প্রসঙ্গত, শুক্রবার বিজ্ঞান উৎসবের উদ্বোধন করেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী৷ এসময় তিনি বলেন, ‘‘বিজ্ঞানকে জনপ্রিয় করে তুলতে এ ধরনের উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের জন্য দারুণ৷ গণিত অলিম্পিয়াড যেমন বর্তমানে শিক্ষার্থীদের মাঝে গণিতভীতি দূর করার ব্যাপারে কাজ করছে, তেমনি বিজ্ঞানের বিষয়গুলো জনপ্রিয় করে তুলতে এ ধরনের উদ্যোগ সহায়তা করবে৷'' বাংলাদেশের জনপ্রিয় দৈনিক পত্রিকা প্রথম আলো চৌধুরীর এই মন্তব্য প্রকাশ করেছে৷

উল্লেখ্য, ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৪' এর মূল আয়োজক বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি৷ এছাড়া সহ-আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন৷ আর ইভেন্টটির ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে ডয়চে ভেলের দ্য বব্স অ্যাওয়ার্ড জয়ী ম্যাগাজিন ‘জিরো টু ইনফিনিটি৷'

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য