ডয়চে ভেলে আইফোন অ্যাপ্লিকেশন | ডিডাব্লিউ'কে জানুন | DW | 07.02.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

ডিডাব্লিউ'কে জানুন

ডয়চে ভেলে আইফোন অ্যাপ্লিকেশন

‘ডয়চে ভেলে নিউজ পোর্টাল’ ব্যবহার করে আপনি যেকোন সময় বিশ্বের সাম্প্রতিকতম সংবাদ সম্পর্কে অবগত হতে পারবেন৷ এই সেবা সম্পূর্ণ খরচবিহীন৷

এই অ্যাপ্লিকেশনের বর্তমান সংস্করণে ডয়চে ভেলে ওয়েবসাইট থেকে ছবিসহ প্রতিবেদন, ডয়চে ভেলে রেডিও'র অডিও লাইভ স্ট্রিম এবং ডয়চে ভেলে টিভি'র ভিডিও লাইভ স্ট্রিম যোগ করা হয়েছে৷ তথ্য জানার সবচেয়ে উপযোগী উপায় হচ্ছে এটি, সে আপনি যেখানেই থাকুন না কেন৷

বিশ্বের সাম্প্রতিকতম সংবাদ জানতে বর্তমানে পঞ্চাশ হাজারের অধিক ব্যবহারকারী ডয়চে ভেলে নিউজ পোর্টাল অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন৷ এটির ১.৩ সংস্করণ ইংরেজি, জার্মান, পোলিশ, রুমানিয়ান, রাশিয়ান, স্প্যানিশ এবং তুর্কি ভাষায় পাওয়া যাচ্ছে৷

এই অ্যাপ্লিকেশনটি বিনা খরচায় আইটিউনস স্টোর থেকে ডাউনলোড করা যাবে৷ তবে ডয়চে ভেলে নিউজ পোর্টাল ব্যবহারের জন্য মোবাইলে ডেটা সেবা চালু থাকতে হবে৷ এই ডেটা সেবার জন্য খরচ মোবাইল সেবাদাতা নির্দিষ্ট করে থাকে৷ মোবাইলে নির্দিষ্ট হারে মাসিক ডেটা সেবা থাকলে এটি ব্যবহার সাশ্রয়ী৷

মাত্র পাঁচটি ধাপে আপনি আমাদের এই নিউজ অ্যাপ্লিকেশন আইফোন কিংবা আইপড ট্যাপ-এ ইন্সটল করতে পারেন:

০১. এই অ্যাপ্লিকেশনটির ইন্টারনেট ঠিকানায় প্রবেশ করতে নীচের লিংকে ক্লিক করুন৷

যদি লিংকটি চালু না হয়, তাহলে আইটিউনসে প্রবেশ করুন এবং বামদিকে আইটিউনস স্টোর বোতামে ক্লিক করুন৷ সেখানে নিউজ ক্যাটেগরিতে ডয়চে ভেলে নিউজ পোর্টাল অ্যাপ্লিকেশনটি পাওয়া যাবে৷

০২. ফ্রি অ্যাপ্লিকেশন বোতামে চাপ দিন৷

০৩. ডয়চে ভেলের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে চাইলে আপনার অ্যাপল অ্যাকাউন্ট কিংবা এওএল মেম্বারশিপ থাকতে হবে৷ আপনার যদি তা না থাকে, তাহলে আপনি সহজেই অ্যাপলে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট আইডি পেতে পারেন৷ ডাউনলোডের জন্য অ্যাপল বা এওএল আইডি ব্যবহার করে আইটিউনস এ লগ ইন করুন৷

০৪. ডাউনলোড নিশ্চিত করুন৷

০৫. অ্যাপ্লিকেশনটি ডাউনলোডের পর আপনার আইফোন/আইপডটি আইটিউনসের সঙ্গে সিন্ক্রোনাইজ করে নিন৷ এই প্রক্রিয়ায় আপনার কম্পিউটার থেকে অ্যাপ্লিকেশনটি মোবাইলে চলে যাবে৷ এবার আঙুলের আলতো ছোঁয়াতে ডয়চে ভেলে নিউজ পোর্টাল ব্যবহার শুরু করতে পারেন৷

ইন্টারনেট লিংক