ডয়চে ভেলে আলোর প্রদীপ | পাঠক ভাবনা | DW | 10.10.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ডয়চে ভেলে আলোর প্রদীপ

প্রাণপ্রিয় বন্ধুরা, কাশফুলের শুভেচ্ছা নেবেন৷ আশাকরি সবাই কুশলে আছেন৷ ডয়চে ভেলের আলোড়ন সৃষ্টিকারী ওয়েবসাইট ও ফেসবুক এ আমরা সারাক্ষণ ব্যস্ত আছি৷ জীবনের প্রয়োজনীয় দিক নির্দেশনা ও সচেতনতামুলক বিষয় পড়তে পারছি৷

সত্যি বলতে কি আপনাদের নিরলস প্রচেষ্টা আমাদের জন্য আলোর প্রদীপ বলে আমি মনে করি৷ পরিশেষে বলি, ডয়চে ভেলে তুমি মনে রেখো, ভুলনা৷ এই মোর কামনা৷ ডা. এস এম এ হান্নান, চাটমোহর, পাবনা থেকে লিখেছেন এই ই-মেলটি৷

ডয়চে ভেলের কুকুর সংক্রান্ত লেখাগুলির প্রতি দৃষ্টি আকর্ষণ হলো এবং সেগুলো পড়লাম৷ কুকুরের মাংসের অবৈধ ব্যবসা রোধের চেষ্টা, কুকুর কামড়ালে নাকি পেটে বাচ্চা হয়, এবার কুকুর খাবে আইসক্রিম এবং ‘কুকুর আমাদেরই মতো প্রাণী' ১২টি ছবি নিয়ে ছবিঘরটি ভালো লাগলো৷ বিধান চন্দ্র টিকাদার, গুলশান, ঢাকা৷

সুপ্রিয় বন্ধুরা, আমার ভালবাসা ও শুভেচ্ছা নেবেন৷ আশা করছি সবাই ভাল আছেন৷ গতকালের পাঠকের পাতায় কুকুর নিয়ে ছবিঘরটি দারুণ লাগলো৷ সবগুলো ছবি ডাউনলোড করে রাখলাম৷ ছবিগুলো কিন্তু বেশ মজার! মো.সোহেল রানা হৃদয়, ঢাকা সেনানিবাস, ঢাকা থেকে লিখেছেন৷

- লেখার জন্য প্রিয় বন্ধুদের সবাইকে আন্তরিক ধন্যবাদ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন