‘ডয়চে ভেলে থেকে নানা তথ্য পাই’ | পাঠক ভাবনা | DW | 05.09.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ডয়চে ভেলে থেকে নানা তথ্য পাই’

আমি ডয়চে ভেলের মতো আরো কিছু আন্তর্জাতিক প্রচার মাধ্যমের ওয়েবসাইট, ফেসবুক, রেডিও, টিভি ও পত্রিকার পাঠক শ্রোতা ও ক্ষুদে লেখিকা৷ এইভাবে বিশ্বপরিস্থিতি, বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতির বৈচিত্রময় তথ্য জানতে পারছি৷

বিশ্বজুড়ে অস্থিরতা লক্ষ্য করছি জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক মন্দা, যুদ্ধ হানাহানি, প্রাকৃতিক বিপর্যয় বন্যা, খরা, জলোচ্ছ্বাস, প্রতিনিয়তই এসবের সম্মুখীন হচ্ছি৷ ধর্ষণ, লুন্ঠন, মানবিক অবক্ষয়ে আমরা হাবুডুবু খাচ্ছি৷ এসব থেকে পরিত্রাণ পেতে আমাদের মেধা ও মনন দিয়ে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে৷ আতিয়া সুলতানা রীমা, বায়তুল আমান, রয়না ভরট, লক্ষিকুল বাজার, নাটোর থেকে লিখেছেন এই ই-মেলটি৷

- ধন্যবাদ বোন রীমা৷ গত দু'দিন থেকে পাঠক বন্ধুদের কাছ থেকে মাসিক ধাঁধার অনেক উত্তর-পত্র পাচ্ছি৷ প্রিয় পাঠক, আমরা কিন্তু আপনাদের কাছ থেকে ওয়েবসাইট এবং অন্বেষণ সম্পর্কেও মতামত আশা করছি আগামীতে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন