ডয়চে ভেলে সব চাহিদার খোরাক যোগায় | পাঠক ভাবনা | DW | 25.05.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ডয়চে ভেলে সব চাহিদার খোরাক যোগায়

ডয়চে ভেলের কাছে এটা আমার প্রথম লেখা৷ আমি প্রতিদিন ডয়চে ভেলের খবর শুনি৷ সাম্প্রতিক বিষয় নিয়ে ডয়চে ভেলের শ্রোতাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করলে ভালো হবে৷

এতে সাধারণ জনগণের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটবে৷ ইমেলে এই প্রস্তাব দিয়েছেন আমাদের নতুন শ্রোতাবন্ধু ইঞ্জিনিয়ার সাদিক খান, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে৷

গতকালের সংস্কৃতি ও বিনোদন পাতায় ‘রঞ্জনা আমি আর আসবোনা' শীর্ষক চলচ্চিত্র নিয়ে সুন্দর প্রতিবেদন থেকে নানা তথ্য জানতে পারলাম৷ এই হলো ডয়চে ভেলে যা মনের সব চাহিদার খোরাক যোগায়৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে৷ বিধান সান্যাল, বালুর ঘাট, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

লাফানো আরশোলা এবং জোঁকেদের টি-রেক্স শীর্ষক প্রতিবেদনটি আপনাদের ওয়েবসাইটে পড়লাম৷ প্রতিবছরই বিশ্বের বিভিন্ন কোণ থেকে নতুন কোনো প্রাণী, গাছপালা, পোকামাকড়, এমনকি জীবাণু আবিষ্কৃত হবার খবর পাওয়া যায়৷ আবিষ্কার করেন পর্যটক, বিজ্ঞানী, গবেষকরা৷ তাদের মধ্যে আছে এক আলো-ছড়ানো শ্যাওলা এবং এক মরচে-খেকো ব্যাকটিরিয়া৷ এছাড়া মাদাগাস্কারে এক মাকড়শা যা নদীর এপার থেকে ওপার অবধি জাল বোনে৷ দক্ষিণ অ্যামেরিকার পেরুতে খুঁজে পাওয়া গেল ইঞ্চি দুয়েক লম্বা এক বিভীষণ চেহারার জোঁক৷ যাকে বলা হয় টিরানোবডেলা রেক্স, অর্থাৎ ‘অত্যাচারি রাজা জোঁক'৷ এই রকমই অনেক নতুন, আকর্ষণীয় ও মজার তথ্য জানতে পারলাম৷ দারুণ লাগল৷

থ্রিজি মানে থার্ড জেনারেশন৷ অর্থাৎ তৃতীয় প্রজন্ম৷ বিশ্বে এখন বেশ পরিচিত শব্দ এটি৷ শুরুটা হয়েছিল ২০০১ সালে৷ তার প্রায় ১০ বছর পর বাংলাদেশে চালু হতে যাচ্ছে এই প্রজন্মের মোবাইল ফোনের ব্যবহার৷ তৃতীয় প্রজন্মের মোবাইল - শীর্ষক প্রতিবেদন থেকে থ্রিজি বিষয়টা কী এবং এর সুবিধা সমন্ধে বিস্তারিত জানলাম৷ আকর্ষণীয় ও বস্তুনিষ্ঠ পরিবেশনাগুলির জন্য আন্তরিক ধন্যবাদ জানাই৷ ভালো থাকবেন৷ হাফিজুর রহমান , ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব, চুপী, পূর্বস্থলী, বর্ধমান৷

গতকালের ‘বিজ্ঞান ও প্রযুক্তি' পাতায়, ‘এ বছরই চালু হচ্ছে তৃতীয় প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক' শিরোনামের প্রতিবেদনটি পড়ে খুব ভালো লাগলো৷ আমরা বহুদিন ধরে অপেক্ষায় আছি এই থ্রিজি কানেকশনের৷ কারণ এই থ্রিজি কানেকশন থাকলে আমাদের নিত্যদিনের অনেক কাজই আমরা ঘরে বসেই সেরে ফেলতে পারব৷ থ্রিজি নেটওয়ার্কের মাধ্যমেই আমরা মোবাইলে কারো সাথে কথা বলার সময় তার ছবিটিও দেখতে পারব৷ এছাড়া আমাদের মেবাইল ফোনটিও যদি হারিয়ে বা চুরি হয়ে যায় তাহলেও তা ফিরে পাবার একটি আশা থাকে৷ কারণ এই প্রযুক্তির ব্যবহারেরর ফলেই মোবাইল চুরি হলে বা হারিয়ে গেলে তা মোবাইল কোম্পানির সহায়তায় লক করে দেওয়া যায়৷ যার ফলে মোবাইল চোর এটি কোনভাবেই বিক্রি বা চালাতে পারবে না৷ এতে করে মোবাইল চুরি অনেকাংশে কমে যাবে বা রোধ করা সম্ভব হবে৷ এ ছাড়াও এই থ্রিজি নেটওয়ার্ক আমাদের অনেক উপকারে আসবে৷ মোঃওবায়দুল্লাহ পিন্টু, রেইনবো শ্রোতা সংঘ, মিরপুর, কুষ্টিয়া৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক