ডয়চে ভেলে সম্পর্কে বলেছেন কর্মীরা | ডিডাব্লিউ'কে জানুন | DW | 03.05.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

ডিডাব্লিউ'কে জানুন

ডয়চে ভেলে সম্পর্কে বলেছেন কর্মীরা

দেখতে দেখতে ৬০ বছর পার করলো ডয়চে ভেলে৷ শর্ট ওয়েভে থেকে শুরু করে মাল্টিমিডিয়া৷ পরিবর্তন তো কম হয় নি! এই পরিবর্তনগুলো সরাসরি যাঁদের ওপর প্রভাব ফেলেছে, তাঁরা আর কেউ নয়, ডিডাব্লিউ’রই কর্মী৷ তাই এবার তাঁদেরই ক’জনের কথা...

দাই ইং, চীনা বিভাগ

‘‘১৯৯৬ সালে আমি যখন ডয়চে ভেলেতে কাজ শুরু করি তখন শুধু শর্ট ওয়েভের মাধ্যমে অনুষ্ঠান প্রচারিত হতো৷ আমার এখনো মনে পড়ে সেই সময় আমরা ‘ফ্লপি ডিস্ক' ব্যবহার করতাম৷

DW 60 Jahre Mitarbeiter Statements Ying Dai

দাই ইং

আর সম্পাদনার যাবতীয় কাজের জন্য আমাদের আইটি বিভাগের কর্মীদের সহযোগিতা নিতে হতো৷ কিন্তু এখন, সম্পাদনা সহ অনেক কাজই আমরা নিজেদের টেবিলে বসে করি৷ এছাড়া, এখন তো ভিডিও এবং অনলাইনের মাধ্যমে দর্শক শ্রোতাদের একেবারে কাছে পৌঁছে যাচ্ছে ডিডাব্লিউ৷ খুব কাছ থেকে এই পরিবর্তন দেখার সৌভাগ্য হয়েছে আমার৷ এরপরও ডয়চে ভেলেকে আমার সবসময় তরুণ মনে হয়৷ কারণ যে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে, সেই তো তরুণ!''

শারাম আহাদি, ফার্সি বিভাগ

‘‘গণমাধ্যম জগতে প্রতিনিয়তই পরিবর্তন আসছে এবং তা খুব দ্রুত গতিতে৷ এই অবস্থায় প্রতিযোগিতা করে টিকে থাকাটা সত্যিই বড় এক চ্যালেঞ্জ৷ আমরা ফার্সি বিভাগের কর্মীরা সেই কাজটা ভালোভাবে করে যাওয়ার চেষ্টা করছি৷ এক্ষেত্রে আমরা অনেক সফলতা অর্জন করেছি বলে আমি মনে করি৷''

DW 60 Jahre Mitarbeiter Statements Lavinia Pitu

লাভিনিয়া পিতু

লাভিনিয়া পিতু, রোমানীয় বিভাগ

‘‘২০১০ সালে আমি রোমানিয়ার কান্তেমির গেওর্গিও-র উপর একটা প্রতিবেদন লিখেছিলাম৷ গেওর্গিও তখন মোটা কাগজ দিয়ে বিশেষ এক ধরণের চশমা তৈরি করে খোলা বাজারে বিক্রি করতেন৷ আমার প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর, জার্মানি ও রোমানিয়ার গণমাধ্যমে গেওর্গিও-কে নিয়ে মাতামাতি শুরু হয় এবং তাঁর চশমা বেশ জনপ্রিয় হয়ে ওঠে৷ বর্তমানে গেওর্গিও তাঁর চশমা ইউরোপ ছাড়াও এশিয়ার বাজারে বিক্রি করছেন৷ গেওর্গিও এখন আমাকে বলেন, ‘‘আমার এত সাফল্যের কারণ আসলে তুমি৷ তুমিই যে আমার কথা বলেছিলে৷''

নুরুননাহার সাত্তার, বাংলা বিভাগ

দীর্ঘ ২৮ বছর কাজ করছি ডয়চে ভেলেতে৷ শ্রোতা, পাঠকদের সাথে যোগাযোগ রক্ষা এবং সম্পর্ক সুদৃঢ় করার কাজটি সবসময়ই আনন্দের সাথে করেছি৷ সময়ের পরিবর্তনের সাথে সাথে একসময় চিঠির জায়গা নিলো ই-মেল, এসএমএস, আর তারপর সরাসরি ফেসবুকে যোগাযোগ৷

DW Bengali: Nurunnahar Sattar Nurunnahar has been looking after the listeners’ post of the Bengali Service for well over 25 years and is now finding it just as much fun taking care of the facebook.com/dw.bengali.

নুরুননাহার সাত্তার

সময়ের সাথে তাল মিলিয়ে এখন মাল্টিমিডিয়া কনটেন্টে কাজ করেও আনন্দ পাচ্ছি৷ আমার মনে হয়, সময়ের সাথে চলতে পারাটাই বড় কথা৷ মনে নেই কবে, তবে অনেক বছর আগে একসময় শুনেছিলাম, ডয়চে ভেলে থেকে নাকি বাংলায়ও টিভি অনুষ্ঠান প্রচার হবে৷ তখন অনেকটা স্বপ্নের মতো মনে হয়েছিল একথা৷ কিন্তু মাত্র কয়েক সপ্তাহ আগেই সেই স্বপ্ন বাস্তব রূপ নিয়েছে৷ ডয়চে ভেলের মতো একটি আন্তর্জাতিক মাল্টিমিডিয়াতে কাজ করতে এসে বিশ্বটাকে অনেকটাই ছোট মনে হয়েছে আমার কাছে৷

নির্বাচিত প্রতিবেদন