1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ড. ইউনূসের সম্পূরক আবেদন, রিটের শুনানি মুলতুবি

৬ মার্চ ২০১১

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি সোমবার দুপুর পর্যন্ত মুলতুবি করা হয়েছে৷

https://p.dw.com/p/10UHX
খালেদা জিয়া বলেছেন, ড. ইউনূস প্রতিহিংসা এবং ষড়যন্ত্রের শিকারছবি: DW

আজ ড. মুহাম্মদ ইউনূসের রিট আবেদনের ওপর আদেশ দেয়ার কথা ছিল৷ কিন্তু দুপুর ২টার পর আদালতের কাজ শুরু হলে ড. ইউনূসের পক্ষে একটি সম্পূরক আবেদন করা হয়৷ আবেদনে বলা হয়, ড. ইউনূসের নিয়োগ ব্যাংকের পরিচালনা পর্ষদ দিয়েছে৷ বাংলাদেশ ব্যাংক সে নিয়োগ অনুমোদন করেছে৷ বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে ড. ইউনূসের পক্ষে বক্তব্য তুলে ধরেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ৷

ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেন, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের জন্য চাকরির বয়সসীমা ৬০ বছর প্রযোজ্য নয়৷ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর জন্য প্রযোজ্য হলেও ১৯৯৯ সালে পরিচালনা পর্ষদ তাকে অনির্দিষ্ট মেয়াদে নিয়োগ দেয়৷ বোর্ড সিদ্ধান্ত নেয় ড. ইউনূসের ক্ষেত্রে অবসরের কোন সময় সীমা থাকবেনা৷ বিকেল ৫টায় শুনানি কাল দুপুর পর্যন্ত মুলতুবি করা হয়৷

এদিকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এক বিবৃতিতে বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস প্রতিহিংসা এবং ষড়যন্ত্রের শিকার৷ খালেদা জিয়ার পক্ষে তাঁর প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংক এবং ড. ইউনূসকে নিয়ে সরকার যে ন্যাক্কারজনক পরিস্থিতি সৃষ্টি করছে তাতে তিনি ব্যথিত এবং উদ্বিগ্ন৷ এর ফলে গ্রামীণ ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে৷ ক্ষতিগ্রস্ত হবে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী, বিশেষ করে নারীরা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান