1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকার কদমতলীতে কারখানায় আগুন, নিহত ৮

১০ মার্চ ২০১১

আগুন কেড়ে নিল আট শ্রমিকের প্রাণ৷ ঘটনা ঘটেছে ঢাকার কদমতলীর একটি কারখানায়৷ নাম সোনারগাঁও ডাইং অ্যান্ড প্রিন্টিং প্রেস লিমিটেড৷

https://p.dw.com/p/10Wl6
ভোর পৌনে ৫টায় আগুন লাগে (ফাইল ছবি)ছবি: AP

শ্যামপুর শিল্পাঞ্চলে অবস্থিত এই কারখানায় আজ বৃহষ্পতিবার স্থানীয় সময় ভোর পৌনে ৫টায় আগুন লাগে বলে পুলিশ জানিয়েছে৷ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে দমকল বাহিনীর ধারণা৷ প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী৷

কদমতলী থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম ঢাকার বার্তা সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ভবনের চতুর্থ তলার প্রথমে আগুন লাগে৷ পরে তা এর ওপর নির্মিত টিনের ছাউনি দেওয়া অংশেও ছড়িয়ে পড়ে৷

অগ্নিদগ্ধ আট জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা শফিকুল৷ তিনি বলেন আগুনের সময় শ্রমিকরা ঘুমাচ্ছিলেন৷

নিহতরা হলেন- চুয়াডাঙ্গার কুলচড়া গ্রামের মোহাম্মদ চয়ন (২৫), একই এলাকার দুই ভাই মোহাম্মদ হাবিল (২৫) ও মোহাম্মদ কাবিল (২৫), একই এলাকার আসমাউল (১৭), বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার হাজিপুর এলাকার আব্দুল আজিজ (২২), চাঁদপুরের খানবাড়ি এলাকার কবির হোসেন (২০), কিশোরগঞ্জের হোসেনপুরের ফলাহার এলাকার মোহাম্মদ নয়ন (১৫) এবং শরীয়তপুরের পালং এলাকার আলমাস (২০)৷

লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে৷

কয়েকটি লাশ তাদের স্বজনরা সনাক্ত করেছেন৷ আর বাকীদের পরিচয় কারখানার মালিক মিজানুর রহমান নিশ্চিত করেছেন বলে পুলিশ জানিয়েছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সাগর সরওয়ার