1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকার যানজট নিরসনে ১৫ বছর লাগবে

২৩ অক্টোবর ২০১০

ঢাকার যানজট দূর করতে বিভিন্ন সময় নেয়া হয়েছে নানা পরিকল্পনা৷ নেয়া হয়েছে নানা উদ্যোগ৷ কিন্তু যানজট কমেনি বরং দিন দিন বেড়েছে৷

https://p.dw.com/p/Pm1j
Bangladesch - Alltag in Dhaka
ঢাকা শহরের যানজটছবি: picture-alliance/ dpa

এই যানজট দূর করতে সর্বশেষ যে উদ্যোগ নেয়া হয়েছে তা হল ঢাকার ফুটপাথ থেকে হকার এবং অবৈধ দোকানপাট উচ্ছেদ করা৷ উচ্ছেদ অভিযান শুরু হবে ১লা নভেম্বর থেকে৷

কিন্তু নগরবাসী মনে করেন এই হকার উচ্ছেদ করলেই যানজট দূর হবেনা৷ এর পিছনে আরো অনেক কারণ রয়েছে৷ সেগুলো দূর করতে হবে৷ কমাতে হবে প্রাইভেটকারসহ ছোট যানবাহন৷

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক কমিশনার শফিকুল ইসলাম মনে করেন, বর্তমানে যে যানবাহন ঢাকায় চলাচল করছে তা আর না বাড়লে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করে যানজট কমিয়ে আনতে ১৫ বছর লাগবে৷ তিনি বলেন, রেল লাইনের কারনেই প্রতিদিন রাজধানীবাসীর পাঁচশ মিনিট অপচয় হয়৷

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যানবাহন এবং সড়ক সেলের পরিচালক ড. শামসুল ইসলাম জানান, একটি শহরে কমপক্ষে শতকরা ২৫ ভাগ জায়গা থাকা উচিত সড়কের জন্য৷ কিন্তু ঢাকার আছে আড়াই ভাগ৷ তাই যানজট নিয়ন্ত্রনে আনা খুবই কঠিন৷ এরপর রয়েছে অপরিকল্পিত সড়ক, লেভেল ক্রসিং প্রভৃতি৷

তিনি মনে করেন রাজধানীতে ধীরগতি, মধ্যগতি এবং উচ্চগতি এই তিন ধরনের যানবাহনের জন্য তিন ধরনের সড়ক থাকা দরকার৷ আর চালু করতে হবে দ্রুত গতির পাবলিক পরিবহন৷ তাহলে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে৷

এই দু'জন মনে করেন আধুনিক দ্রুতগতির নগর পরিবহন চালু হলে প্রাইভেট কার ও ছোট যানবাহনের আধিক্য কমবে৷ কমবে ধীরগতির যানবাহন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম