1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকার ৬৫ ভাগ ভুমি সাধারণভাবে ভবন নির্মাণের অনুপযোগী

৩ জুন ২০১০

ঢাকার তেজগার বেগুনবাড়ি এলাকার ধসে পড়া ভবনের উদ্ধার কাজ শেষ হয়েছে৷ বিধ্বস্ত ভবনের নীচ থেকে দু’দিনে নারী ও শিশুসহ ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ উদ্ধারকারীরা বলছেন, ভবনের নীচে আর কারও থাকার আশংকা নেই৷

https://p.dw.com/p/NgkV
ছবি: DW

এই ভবন ধসের জন্য রাজধানী উন্নয়ন কতৃপক্ষ-রাজউক দায়ী করেছে ভবন মালিককে৷ বললেন, রাজউকের চেয়ারম্যান নুরুল ইসলাম৷ তিনি জানান ইতিমধ্যেই ভবন মালিকের বিরুদ্ধে তাঁরা মামলা দায়ের করেছেন৷ রাজউকের অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ করা হয়েছিল৷

ঢাকা সিটি করপোরেশন মনে করে এ ব্যাপারে তাদের কোন দায়দায়িত্ব নেই৷ রাজউকই ভবনের নকশা অনুমোদন করে৷ প্রধান প্রকৌশলী আব্দুল কাদির জানান, তারপরও সিটি করপোরশেন ঝুকিপূর্ণ ভবনগুলো চিহ্নত করেছে৷ এবং তালিকা দেয়া হয়েছে রাজউককে৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব বিভাগের অধ্যাপক ড. মাকসুদ কামাল জানান, রাজধানীর ৬৫ ভাগ ভূমিই নরম এবং সাধারণ অবস্থায় তা বহুতল ভবন নির্মাণের অনুপযোগী৷ কিন্তু এসব জমিতেই নিয়ম নীতির তোয়ক্কা না করে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে৷ ওই জমিতে ভবন নির্মাণ করতে হলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জমি উপযুক্ত করতে হবে৷

স্থপতি ইকবাল হাবিব বলেন, রাজউককে কার্যকর করতে হবে, নয়তো বারবার ভবন ধ্বসের এ বিপর্যয়ের মুখোমুখি হতে হবে আমাদের৷

প্রতিবেদন : হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : আবদুস সাত্তার