1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় ‘কিশোর গ্যাংয়ের’ মারামারিতে নিহত এক

৩০ মার্চ ২০২১

ঢাকার সূত্রাপুরের ফরাশগঞ্জ ঘাট এলাকায় দুই দল কিশোরের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে,আহত হয়েছে একজন৷

https://p.dw.com/p/3rMaM
প্রতীকী ছবিছবি: Emil Umdorf/imago

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সূত্রাপুর থানার ওসি মুহাম্মাদ মামুনুর রহমান বলেন, ‘‘এ ঘটনায় জড়িত ছয়জনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাদের সবার বয়স ১৮ বছরের কম৷’’

সোমবার রাত ১১টার দিকে ‘কিশোর গ্যাংয়ের’ মারামারির ঘটনায় নিহত কিশোর গেণ্ডারিয়ার একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল এবং তার বাসা মিল ব্যারাকে কাজীটোলায়৷ ঘটনায় আহত কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে৷

ওসি মামুনুর রহমান বলেন, ‘‘নিহত ওই স্কুলছাত্র স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিল৷ কয়েকদিন আগে তারা ওয়ারী ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার আরেকটি ‘কিশোর গ্যাংয়ের’ এক সদস্যকে মারধর করে৷ তখন সেটা বেশিদূর গড়ায়নি৷ কিন্তু শবে বরাতের রাতে দুই গ্রুপ ফরাশগঞ্জ ঘাটে আবার কথা কাটাকাটিতে জড়ায়৷ সে সময় ওয়ারীর ছেলেদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে গেণ্ডারিয়ার দুজন আহত হয়৷’’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন বলে ওসি জানান৷ 

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

গতবছর ১১ সেপ্টেম্বরের ছবিঘরটি দেখুন...