1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় ‘ড্যাপ' গেজেট আকারে প্রকাশের অনুমোদন

২১ জুন ২০১০

রাজধানীর জলাধার ও খালবিল রক্ষায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের করা ‘ডিটেইল্ড এরিয়া প্ল্যান' বা ‘ড্যাপ' গেজেট প্রকাশের অনুমতি দিয়েছে বাংলাদেশের মন্ত্রীসভা৷

https://p.dw.com/p/NzM6
ঢাকা শহরের মধ্যে এমন প্রাকৃতিক জলাশয় ক্রমশঃ হারিয়ে যাচ্ছেছবি: AP

এই পরিকল্পনায় জনগণকে সম্পৃক্ত করতে ভূমি, যোগাযোগ, নৌ-সহ ৭টি মন্ত্রণালয়কে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ৷

রাজধানী ঢাকায় প্রাকৃতিক জলাশয় ভরাট করে অবৈধভাবে গড়ে তোলা হচ্ছে আবাসিক ও বাণিজ্যিক ভবন৷ আর এতে ঢাকা নগরীর এক চতুর্থাংশ মানুষ এখন ভয়াবহ হুমকির মুখোমুখি৷ এছাড়া একের পর এক দখল হয়ে যাচ্ছে নদী, খাল, বিল, পুকুর, দীঘিসহ জলাশয়৷ অবৈধভাবে দখলকৃত জলাশয় পুনরুদ্ধারের জন্য বারবার চেষ্টা করা হলেও একটি বিশেষ অশুভ শক্তির কারণে তা প্রতিবারই ব্যাহত হচ্ছে৷ এমন বাস্তবতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ডিটেইল্ড এরিয়া প্ল্যান-ড্যাপ এর গেজেট প্রকাশের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা৷ যা সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ৷

তিনি জানান, নবায়ন যোগ্য জ্বালানী কেনার জন্য বাংলাদেশকে ইরিনার সদস্য হওয়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা৷ বৈঠকে বিডিআর আইনের সংশোধন করে মহাপরিচালক বা পরিচালক পদ মর্যাদার যে কেউই মামলা পরিচালনা করতে পারবে বলে সিদ্ধান্ত হয়৷ দুস্থ ও গরিবদের জন্য বিবাহ নিবন্ধন ফি সর্বনিম্ন ৫ টাকার পরিবর্তে একশো টাকা করার অনুমোদন দেয়া হয়েছে৷

ইউএন এসকাপের ৬৬তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের অংশগ্রহণ সংক্রান্ত প্রতিবেদন মন্ত্রিসভাকে অবহিত করা হয় বৈঠকে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন