1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় পানির দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

১১ এপ্রিল ২০১০

পানি সংকট নিয়ে প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে রাজধানীর কোন না কোন এলাকায়৷ মহাখালী এলাকার ২৫ হাজার মানুষ পানির সংকটে পড়েছেন প্রায় এক মাস ধরে৷

https://p.dw.com/p/MtFu
ছবি: AP

কোন কিছুতেই সুরাহা হচ্ছে না৷ শেষ পর্যন্ত অতিষ্ঠ মানুষ নেমেছে রাস্তায়৷ মহাখালী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স রোডের সামনে রোববার প্রায় একঘন্টার এই বিক্ষুদ্ধ অবরোধে সৃষ্টি হয় আরেক দুর্ভোগ যানজট৷

পরিস্থিত সামাল দিতে গুলশান থানা পুলিশের সঙ্গে যোগ দেয় তেজগাও থানা পুলিশ৷ তাতে আরও ক্ষুদ্ধ স্থানীয় বাসিন্দারা৷

বিক্ষুদ্ধ মানুষের অভিযোগ ওয়াসার লোকজন আর স্থানীয় জনপ্রতিনিধি টাকা নিয়ে পানি দিচ্ছে অন্য এলাকায়৷ এই দুরবস্থা থেকে মুক্তি পেতে ওয়াসা কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন বিক্ষুদ্ধ মানুষ৷ বিষয়টি নিয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এ খান বললেন, সমস্যা সমাধানে চেষ্টা চলছে৷

প্রতিবছরই গরমকালে পানির সংকটে পড়েন রাজধানীর মানুষ৷ উচ্চবিত্তরা অন্য অনেকভাবে সংকট মোকাবেলা করলেও সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় সমাজের নিম্ন আয়ের মানুষকে৷ রাজধানীতে পানির চাহিদা ২২০ কোটি লিটার৷ কিন্তু ওয়াসা দিতে পারে দেড়শো কোটি লিটার৷

প্রতিবেদন : হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : জাহিদুল হক